ক শাখা (আবশ্যিক): পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইসিটি
১) একটি অভিসারী লেন্সের ফোকাল দৈর্ঘ্য 20 cm হলে, 30 cm দূরত্বে রাখা একটি বস্তুর স্পষ্ট বিম্ব তৈরি হয়। যদি বস্তুটি লেন্স থেকে 10 cm দূরে সরিয়ে আনা হয়, তাহলে বিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক) বিম্বটি বাস্তব হবে এবং লেন্স থেকে আরও দূরে সরে যাবে খ) বিম্বটি অবাস্তব হবে এবং লেন্সের পেছনে চলে যাবে গ) বিম্বটি বাস্তব হবে এবং লেন্সের কাছাকাছি চলে আসবে ঘ) বিম্বটি অদৃশ্য হয়ে যাবে কারণ কোনো প্রতিসরণ হবে না
উত্তর: গ) বিম্বটি বাস্তব হবে এবং লেন্সের কাছাকাছি চলে আসবে
২) বোর মডেল অনুসারে, n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি En হলে, নিচের কোনটি
৩) কোন বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি-
ক) উপগ্রহে পরিণত হবে খ) পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে গ) পৃথিবীতে ফিরে আসবে ঘ) অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে
উত্তর: ঘ) অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে
৪) তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণি সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত?
ক) এক তৃতীয়াংশ খ) 3 গুণ গ) 9 গুণ ঘ) এক নবমাংশ
উত্তর: গ) 9 গুণ
৫) তরঙ্গমুখ সংক্রান্ত নীতি প্রদান করেন –
ক) ইয়াং খ) ফ্রেনেল গ) ফ্রনহফার ঘ) হাইগেনস
উত্তর: ঘ) হাইগেনস
৬) 50 kg ভরের একটি স্থির বস্তুর উপর 5 sec ব্যাপী 10 N বল প্রযুক্ত হলো। বস্তুটির বেগের পরিবর্তন কত হবে?
ক) 1 ms⁻¹ খ) 10 ms⁻¹ গ) 50 ms⁻¹ ঘ) 0.5 ms⁻¹
উত্তর: ক) 1 ms⁻¹
৭) 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে চৌম্বক প্রবাহ প্রতি সেকেন্ডে 2 s সময়ে 0.02 ওয়েবার থেকে 0.06 ওয়েবারে পরিবর্তিত হলে, কুণ্ডলীতে ইলেকট্রোমোটিভ ফোর্চ (EMF) কত হবে?
ক) 2 V খ) 4 V গ) 8 V ঘ) কোনটিই না
উত্তর: খ) 4 V
৮) নিম্নের বর্তনীতে A = +5 V ও B = 0 V হলে বর্তনীর আউটপুট ভোল্টেজ কত হবে?
ক) -5 V খ) +5 V গ) 0 V ঘ) কোনটিই না
উত্তর: খ) +5 V
৯) একটি পাতলা ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ R = 15 cm। এতে Q = 6×10−6 C আধান প্রদান করা হয়েছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত?
ক) 0 NC⁻¹ খ) 2.4×10⁶ NC⁻¹ গ) 4.8×10⁶ NC⁻¹ ঘ) 6.0×10⁶ NC⁻¹
উত্তর: ক) 0 NC⁻¹
১০) 50 পাক সংখ্যা ও 0.5 m দৈর্ঘ্য বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্যে 2 A তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের শক্তি কত?
ক) π × 10⁻⁴ Tesla খ) 2π × 10⁻⁵ Tesla গ) 5 × 10⁻⁵ Tesla ঘ) 8π × 10⁻⁵ Tesla
উত্তর: ঘ) 8π × 10⁻⁵ Tesla
১১) কৌণিক বেগের মাত্রা সমীকরণ- ক) MLT⁻¹ খ) LT⁻¹ গ) LT⁻² ঘ) T⁻¹
উত্তর: ঘ) T⁻¹
১২) দৈর্ঘ্য L ও প্রস্থচ্ছেদ A বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বরাবর F বল প্রয়োগ করায় দৈর্ঘ্য l পরিমাণ বৃদ্ধি পায়। তারটিতে কৃতকাজের পরিমাণ কত?
ক) F × L খ) 2F×L/2 গ) 2F×l/2 ঘ) 2AF×l/2A
উত্তর: গ) 2F×l
১৩) একটি রডের ইয়ং গুণাঙ্ক Y = 2×1011 Nm⁻² এবং তার উপর 200 N বল প্রয়োগ করা হলে রডের প্রস্থচ্ছেদ 0.1 cm² এবং দৈর্ঘ্য পরিবর্তন ΔL = 0.2 mm হয়। রডের প্রাথমিক দৈর্ঘ্য কত?
ক) 1.0 m খ) 0.2 m গ) 0.5 m ঘ) 2.0 m
উত্তর: ঘ) 2.0 m
১৪) একটি কমন বেস ট্রানজিস্টরের অ্যামিটার প্রবাহ 1.25 mA এবং কালেক্টর প্রবাহ 8×10−4 A হলে, বেস প্রবাহ কত হবে?
ক) 4.5×10−4 A খ) 3.5 A গ) 0.3×10−3 A ঘ) 3.3×10−3 mA
উত্তর: ক) 4.5×10−4 A
১৫) একটি কণার উপর F” />=(−2i^+3j^+3k^) নিউটন বল প্রয়োগের ফলে কণাটি (3, -4, -2) বিন্দু থেকে (-2, 3, 5) বিন্দুতে স্থানান্তরিত হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত?
ক) 52 J খ) 59 J গ) 48 J ঘ) 54 J
উত্তর: ক) 52 J
১৬) তাড়িতচুম্বকীয় তরঙ্গ নিচের কোন দিক বরাবর অগ্রসর হয়?
ক) ই ভেক্টর (E) খ) বি ভেক্টর (B) গ) ই ক্রস বি ভেক্টর (E×B) ঘ) ই ডট বি (E⋅B)
উত্তর: গ) ই ক্রস বি ভেক্টর (E×B)
১৭) সরল ছান্দিক গতি সম্পন্ন একটি কণার পর্যায়কাল 1 মিনিট হলে কণার কৌণিক কম্পাঙ্ক কত rad/s?
ক) 0.08 খ) 0.10 গ) 0.14 ঘ) 0.16
উত্তর: খ) 0.10
১৮) একটি p-n জংশনের বিভব পার্থক্য 2.0 V থেকে 2.5 V করা হলে এতে এর তড়িৎ প্রবাহ 500 mA পরিবর্তিত হল। গতীয় রোধ কত?
ক) 0.1 Ω খ) 0.5 Ω গ) 1.0 Ω ঘ) 1.1 Ω
উত্তর: গ) 1.0 Ω
১৯) একটি গাড়ি 10 ms⁻¹ গতিতে চলছে। কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে?
ক) 40.1 ms⁻¹ খ) 10 ms⁻¹ গ) 100 ms⁻¹ ঘ) 14.1 ms⁻¹
উত্তর: ঘ) 14.1 ms⁻¹
২০) নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়?
ক) গ্যাস অনুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক বল থাকে না খ) গ্যাসের আণবিক গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় একই থাকে গ) গ্যাস অনুগুলোর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় ঘ) গ্যাসের আণবিক গতি ব্রাউনীয় গতির সাথে সম্পর্কিত থাকে
উত্তর: খ) গ্যাসের আণবিক গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় একই থাকে
২১) 27 °C তাপমাত্রায় ও 6×10⁵ Pa চাপে কোন গ্যাসের আয়তন 100 cm³ হলে, 77 °C তাপমাত্রা ও 10⁶ Pa চাপে এর আয়তন কত?
ক) 60 cm³ খ) 70 cm³ গ) 75 cm³ ঘ) 80 cm³
উত্তর: খ) 70 cm³
২২) 196 ms⁻¹ বেগে একটি পাথরকে উপরে নিক্ষেপ করা হলো। 10 sec পরে পাথরটির বেগ কত?
ক) 0 ms⁻¹ খ) 9.8 ms⁻¹ গ) 49 ms⁻¹ ঘ) 98 ms⁻¹
উত্তর: ঘ) 98 ms⁻¹
২৩) ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব 5.25×10⁻⁵ m। চিড় দুটি থেকে পর্দার দূরত্ব 0.9 m এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য 5.25×10⁻⁷ m হলে চিড় দুটির মধ্যে দূরত্ব কত?
ক) 6 mm খ) 6 cm গ) 9 mm ঘ) 9 cm
উত্তর: গ) 9 mm
২৪) একটি কার্নো ইঞ্জিন 400 K তাপমাত্রার উৎস থেকে 300 cal তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 225 cal তাপ বর্জন করে। তাপ গ্রাহকের তাপমাত্রা কত?
ক) 425 K খ) 525 K গ) 325 K ঘ) 300 K
উত্তর: ঘ) 300 K
২৫) কোন পুকুরের তলদেশে একটি মাছকে খাড়াভাবে দেখলে 3 m নিচে দেখা যায়। পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে, পুকুরটির প্রকৃত গভীরতা কত?
ক) 2.25 m খ) 2.67 m গ) 1.33 m ঘ) 4.0 m
উত্তর: ঘ) 4.0 m
২৭) কোন যৌগে সবচেয়ে শক্তিশালী H-বন্ধন ঘটে?
ক) H₂O খ) H₂S গ) HF ঘ) NH₃
উত্তর: গ) HF
২৮) একটি দ্রবণের pOH = 3 হলে H₃O⁺ এর মোলার ঘনমাত্রা কত?
ক) 1×10−3 খ) 1×10−11 গ) 1×10−7 ঘ) 1×10−14
উত্তর: খ) 1×10−11
২৯) 250 mL NaOH দ্রবণে 5 g NaOH দ্রবীভূত থাকলে ঐ দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
ক) 0.1 খ) 0.5 গ) 1.25 ঘ) 0.125
উত্তর: খ) 0.5
৩০) ভ্যানডার ওয়ালস সমীকরণের ধ্রুবক ‘a’ দ্বারা কী বোঝায়?
ক) গ্যাসের গতিশক্তি খ) আন্তঃআণবিক আকর্ষণ গ) গ্যাসের আয়তন ঘ) আন্তঃআণবিক বিকর্ষণ
উত্তর: খ) আন্তঃআণবিক আকর্ষণ
৩১) 0.01 M NaCl দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত?
ক) 558 খ) 585 গ) 858 ঘ) 354
উত্তর: খ) 585
৩২) বোর পরমাণু মডেল অনুযায়ী পঞ্চম শক্তিস্তরের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটি?
৩৩) গ্যাসীয় অবস্থায় কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় Kp ও Kc এর মান সমান
৩৪) কোন যৌগের গঠন চতুস্তলীয় নয়?
ক) CCl4 খ) NH4+ গ) BH4− ঘ) SF4
উত্তর: ঘ) SF4
৩৫) কোন ১ম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 5 মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত?
ক) 2.3×10−4 খ) 2.3×10−3 গ) 2.6×10−3 ঘ) 2.4×10−4
উত্তর: খ) 2.3×10−3
৩৬) আইসোসায়ানাইড কার্যকারী মূলক কোনটি?
ক) -CNS খ) -NC গ) -CN ঘ) -CSN
উত্তর: খ) -NC
৩৭) নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরলে কত গ্রাম নাইট্রোজেনের জন্য PV=0.02RT সমীকরণটি প্রযোজ্য?
ক) 0.14
খ) 0.28
গ) 0.56
ঘ) 0.65
৩৮) 25°C তাপমাত্রায় 1 atm চাপে 4 L O₂ গ্যাসকে 0.8 L এ সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে?
ক) 5 atm খ) 4 atm গ) 3 atm ঘ) 2 atm
উত্তর: ক) 5 atm
৩৯) কোন ফেনলটির অম্লীয় ক্ষমতা সর্বোচ্চ?
ক) ফেনল খ) ও-ক্রেসল গ) প্যারা-নাইট্রোফেনল ঘ) প্যারা-ক্লোরোফেনল
উত্তর: গ) প্যারা-নাইট্রোফেনল
৪০) কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়?
ক) CH3COCl খ) CH3CONH2 গ) CH3COOH ঘ) CH3COCH3
উত্তর: ঘ) CH3COCH3
৪১) কোন জৈব যৌগটি NaNH2 এর সাথে বিক্রিয়া দেয়?
ক) CH3CH=CH2 খ) CH3C≡CCH3 গ) CH3CH=CHCH3 ঘ) CH3C≡CH
উত্তর: ঘ) CH3C≡CH
৪২) কোন যৌগে দুটি কাইরাল কার্বন আছে?
ক) 2-হাইড্রোক্সি প্রোপানোয়িক এসিড খ) বিউটেন-2,3-ডাইঅল গ) 2-মিথাইল প্রোপেন-2-অল ঘ) বিউটেন-2-অল
উত্তর: খ) বিউটেন-2,3-ডাইঅল
৪৩) আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি?
ক) Be < B < N < O খ) B < Be < N < O গ) Be < B < O < N ঘ) B < Be < O < N
উত্তর: ঘ) B < Be < O < N
৪৪) কোন জোড়া আইসোটোন?
৪৫) SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
ক) জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে খ) বিক্রিয়াটি এক ধাপেই সম্পন্ন হয় গ) বিক্রিয়াটি দ্বিতীয় ক্রম অনুসরণ করে ঘ) শক্তিশালী নিউক্লিওফাইলের প্রভাবে সম্পন্ন হয়
উত্তর: ক) জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে
৪৬) CH2=CH-C≡CH যৌগটির IUPAC নাম কি?
ক) বিউটিন 1,3-আইন
খ) বিউট-1-ইন-3-আইন
গ) বিউট-1-আইন-3-ইন
ঘ) বিউট-1,3-ইন-আইন
উত্তর: খ) বিউট-1-ইন-3-আইন
৪৭) কোন অণুর বন্ধন কোণের মান সবচেয়ে কম?
ক) CH4 খ) H2O গ) NH3 ঘ) BCl3
উত্তর: খ) H2O
৪৮) CH3-CH(Cl)-CH2-CH3KOH (alc) CH3CH=CHCH3 (প্রধান উৎপাদ) বিক্রিয়াটি কোন নিয়ম অনুসারে ঘটে?
ক) মারকনিকেভ খ) বিপরীত মারকনিকেভ গ) প্রতিস্থাপন ঘ) সাইজেফ
উত্তর: ঘ) সাইজেফ
৪৯) গ্যাসের গড় গতিবেগের সঠিক সমীকরণ কোনটি?
৫০) কোনটি লুইস এসিড নয়?
ক) BeCl2 খ) AlCl3 গ) SO2 ঘ) BF3
উত্তর: গ) SO2
৫১) রেডিও এবং টেলিভিশনের সম্প্রচার কোন ধরণের কমিউনিকেশন মোড?
ক) সিমপ্লেক্স এবং ইউনিকাস্ট খ) হাফ-ডুপ্লেক্স এবং ইউনিকাস্ট গ) সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট ঘ) ফুল-ডুপ্লেক্স এবং ব্রডকাস্ট
উত্তর: গ) সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট
৫২) যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেকটারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে?
ক) রেজিস্টার খ) এনকোডার গ) ডিকোডার ঘ) অ্যাডার
উত্তর: খ) এনকোডার
৫৩) নিচের কোন পরিপূরক পদ্ধতিটি কম্পিউটারে ব্যবহৃত হয়?
ক) ১-এর পরিপূরক খ) ২-এর পরিপূরক গ) ১০-এর পরিপূরক ঘ) ৯-এর পরিপূরক
উত্তর: খ) ২-এর পরিপূরক
৫৪) গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক) ইন্টারনেট খ) রেডিও গ) টেলিভিশন ঘ) টেলিফোন
উত্তর: ক) ইন্টারনেট
৫৫) কোন প্রযুক্তি কৃত্তিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত?
ক) ডাটা এন্ট্রি খ) স্পেডশিট গ) ওয়াই-ফাই ঘ) মেশিন লানিং
উত্তর: ঘ) মেশিন লানিং
খ শাখা (ঐচ্ছিক) জীববিজ্ঞান + গণিত
৫৬) ঘাস ফড়িং এর উদরে কত জোড়া শ্বাসরন্ধ্য থাক?
ক) ১০ জোড়া খ) ৮ জোড়া গ) ৬ জোড়া ঘ) ১২ জোড়া
উত্তর: খ) ৮ জোড়া
ব্যাখ্যা: ঘাস ফড়িংয়ের শ্বাসতন্ত্রে বায়ু প্রবেশের জন্য দেহের পাশে ছোট ছোট ছিদ্র থাকে, যাদের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল বলে। ঘাস ফড়িংয়ের উদরের প্রতি সেগমেন্টে এক জোড়া করে মোট ৮ জোড়া শ্বাসরন্ধ্র থাকে ।
৫৭) মেসার্ক কোথায় দেখা যায়?
ক) পাতায় খ) ফলে গ) মূলে ঘ) ফুলে
উত্তর: ক) পাতায়
ব্যাখ্যা: মেসার্ক জাইলেম হলো এক ধরনের জাইলেম টিস্যুর বিন্যাস যেখানে প্রোটোজাইলেম মেটাজাইলেমের কেন্দ্রে বা মাঝখানে অবস্থান করে এবং জাইলেমের পরিস্ফুটন কেন্দ্র ও পরিধি উভয় দিকে ঘটে। এই ধরনের জাইলেম বিন্যাস উদ্ভিদের পাতায় দেখা যায়, বিশেষ করে ফার্ন জাতীয় উদ্ভিদের কাণ্ড ও পাতায় এটি সাধারণ। মূল এবং বেশিরভাগ উদ্ভিদের কাণ্ডে যথাক্রমে এক্সার্ক (প্রোটোজাইলেম পরিধির দিকে) এবং এন্ডার্ক (প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে) জাইলেম বিন্যাস দেখা যায়। ফল এবং ফুলে সাধারণত মেসার্ক জাইলেম থাকে না ।
৫৮) হলুদে কোন ধরনের রুপান্তরিত কান্ড দেখা যায়?
ক) রানার খ) টিউবার গ) বাল্ব ঘ) রাইজোম
উত্তর: ঘ) রাইজোম
ব্যাখ্যা: হলুদ হলো এক প্রকার ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড যা মাটির নিচে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। এই ধরনের রূপান্তরিত কাণ্ডকে রাইজোম বলা হয়। রাইজোমে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে এবং পর্ব থেকে শুল্কপত্র ও অস্থানিক মূল বের হয়। আদা এবং হলুদ একই গোত্রের উদ্ভিদ এবং উভয়েরই রাইজোম জাতীয় রূপান্তরিত কাণ্ড থাকে ।
৫৯) লাল-সবুজ বর্ণান্ধতা কোন ধরনের রোগ?
ক) সেক্স লিমিটেড
খ) সেক্স ইনফ্লেুয়েন্সড
গ) সেক্স লিংকড
ঘ) সেক্স রিভার্সেল
উত্তর: গ) সেক্স লিংকড
ব্যাখ্যা: লাল-সবুজ বর্ণান্ধতা একটি বংশগত রোগ যা সেক্স ক্রোমোজোম, বিশেষ করে X ক্রোমোজোম দ্বারা বাহিত জিনের কারণে হয়। এই ধরনের রোগকে সেক্স লিংকড রোগ বলা হয়। যেহেতু এই রোগের জন্য দায়ী জিনটি X ক্রোমোজোমে থাকে, তাই পুরুষদের (যাদের একটি X এবং একটি Y ক্রোমোজোম থাকে) এই রোগ হওয়ার সম্ভাবনা মহিলাদের (যাদের দুটি X ক্রোমোজোম থাকে) চেয়ে বেশি থাকে, কারণ মহিলাদের ক্ষেত্রে দুটি X ক্রোমোজোমের একটিতে স্বাভাবিক জিন থাকলে সেটি রোগের প্রভাবকে masked করতে পারে ।
৬০) কোন উদ্ভিদের সমস্ত শরীরজুড়ে ক্লোরোপ্লাস্ট থাকে?
ক) Riccia খ) Pteris গ) Oryza ঘ) Anthoceros
৬১) হাইডাথোড দেখা যায় কোন উদ্ভিদে?
ক) আম-জাম
খ) পেয়ারা লিচু
গ) জবা ডালিম
ঘ) কচু টমেটো
উত্তর: ঘ) কচু টমেটো
ব্যাখ্যা: হাইডাথোড হলো উদ্ভিদের পাতায় অবস্থিত বিশেষ ছিদ্র যার মাধ্যমে অতিরিক্ত পানি তরল আকারে বের হয়ে যায়, এই প্রক্রিয়াকে গাটেশন বলে। কচু এবং টমেটো গাটেশন প্রদর্শন করে এবং এদের পাতায় হাইডাথোড দেখা যায়। বিভিন্ন সূত্র অনুযায়ী, ঘাস, কচু এবং টমেটোসহ অনেক উদ্ভিদে হাইডাথোড থাকে ।
৬২) আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম কোন ধরনের
ক) হ্যাপ্লয়েড খ) ডিপ্লয়েড গ) ট্রিপ্লয়েড ঘ) টেট্রাপ্লয়েড
উত্তর: গ) ট্রিপ্লয়েড
ব্যাখ্যা: আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার সময় দুটি পুংজননকোষ অংশগ্রহণ করে। এর মধ্যে একটি পুংজননকোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) জাইগোট তৈরি করে, যা থেকে ভ্রূণ সৃষ্টি হয়। অন্য পুংজননকোষটি ভ্রূণস্থলীর কেন্দ্রে অবস্থিত নির্ণীত নিউক্লিয়াস (সাধারণত দুটি পোলার নিউক্লিয়াসের মিলনে গঠিত ডিপ্লয়েড নিউক্লিয়াস) এর সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) শস্য বা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করে। এই ট্রিপ্লয়েড নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে এন্ডোস্পার্ম গঠন করে, যা বিকাশমান ভ্রূণকে পুষ্টি জোগায়। তাই আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম সাধারণত ট্রিপ্লয়েড হয় ।
৬৩) কোন পর্বের প্রাণীতে Planula লার্ভা দশা দেখা যায়?
ক) Ctenophora
খ) Echinodermata
গ) Platyhelminiths
ঘ) Cnidaria
উত্তর: ঘ) Cnidaria
ব্যাখ্যা: প্লানূলা লার্ভা (Planula larva) হলো পর্ব নিডারিয়া (Cnidaria) এর প্রাণীদের একটি বৈশিষ্ট্যপূর্ণ লার্ভা দশা। নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণী যেমন জেলিফিশ, প্রবাল, সাগর কুসুম ইত্যাদির জীবনচক্রে প্লানূলা লার্ভা দেখা যায়। এই লার্ভা দশায় প্রাণীটি পানিতে মুক্তভাবে সাঁতার কাটে এবং এর দেহ রোম দ্বারা আবৃত থাকে। অন্যান্য পর্বে উল্লিখিত প্রাণী যেমন টিনোফোরা (Ctenophora) তে সিডিপ্পিড লার্ভা, একাইনোডার্মাটা (Echinodermata) তে বাইপিনারিয়া, ব্রাকিওলরিয়া ইত্যাদি এবং প্লাটিহেলমিনথিস (Platyhelminths) এ সাধারণত সেরকেরিয়া বা রেডিয়া লার্ভা দেখা যায় (পরজীবী জীবনচক্রে) ।
৬৪) রুই মাছের হৃংপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক) 6 খ) 5 গ) 4 ঘ) 3
উত্তর: ঘ) 3
৬৫) হাইড্রার কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে?
ক) ভলভেন্ট
খ) পেনিট্র্যোন্ট
গ) স্টেরিওগ্লুটিন্যাট
ঘ) স্ট্রেপটোলিন
উত্তর: খ) পেনিট্র্যোন্ট
ব্যাখ্যা: হাইড্রার নেমাটোসিস্ট হলো বিশেষ ধরনের দংশক কোষ যা শিকার ধরা এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার নেমাটোসিস্টের মধ্যে পেনিট্র্যান্ট (Penetrant) বা স্টিনোটিল (Stenotele) নেমাটোসিস্ট সবচেয়ে বড়। এই নেমাটোসিস্টের ভেতরে হিপনোটক্সিন (Hypnotoxin) নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ পূর্ণ থাকে। শিকারের সংস্পর্শে এলে পেনিট্র্যান্ট নেমাটোসিস্ট নিঃসৃত হয় এবং এর তীক্ষ্ণ সূত্রক শিকারের দেহে বিদ্ধ হয়ে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অবশ বা অচেতন করে দেয়। ভলভেন্ট নেমাটোসিস্ট শিকারকে পেঁচিয়ে ধরতে, এবং স্টেরিওগ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট কোনো কিছুর সাথে আটকে থাকতে বা চলনে সাহায্য করে। স্ট্রেপটোলিন নেমাটোসিস্ট হাইড্রার একটি স্বীকৃত নেমাটোসিস্ট প্রকারভেদ নয় ।
৬৬) কোন উদ্ভিদে দ্বি-নিষেক দেখা যায়?
ক) Annelida
খ) Gnetum
গ) Ephedra
ঘ) Cycus
উত্তর: খ) Gnetum
ব্যাখ্যা: দ্বি-নিষেক বা Double Fertilization আবৃতবীজী উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য। তবে, নগ্নবীজী উদ্ভিদের দুটি গণের ক্ষেত্রেও দ্বি-নিষেক দেখা যায়, এদের মধ্যে Gnetum অন্যতম। Ephedra গণেও দ্বি-নিষেক ঘটে। Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ হলেও এতে দ্বি-নিষেক হয় না। Annelida একটি পর্বের প্রাণীর নাম, উদ্ভিদের নয়, তাই এটি অপ্রাসঙ্গিক। যেহেতু প্রশ্নে উল্লিখিত বিকল্পগুলোর মধ্যে Gnetum এবং Ephedra উভয়ই দ্বি-নিষেক প্রদর্শন করে, তবে যদি একটিমাত্র সঠিক উত্তর নির্বাচন করতে হয় এবং কোনো নির্দিষ্ট পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্নটি হয়ে থাকে, তাহলে Gnetum প্রায়শই এই বৈশিষ্ট্যের উদাহরণ হিসেবে বেশি আলোচিত হয়। মূল কথা হলো, Gnetum উদ্ভিদে দ্বি-নিষেক দেখা যায় ।
৬৭) শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
ক) ইনসুলিন
খ) গ্লুকাগন
গ) থাইরক্সিন
ঘ) গ্লকোকরটিকয়েড
উত্তর: ক) ইনসুলিন
ব্যাখ্যা: শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর গ্লুকোজ হিসেবে অন্ত্র থেকে রক্তে শোষিত হয়। এই শোষণের হার সরাসরি কোনো একক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তবে শোষণের পরবর্তী সময়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ইনসুলিন হরমোনটি প্রধান ভূমিকা পালন করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এবং কোষগুলোকে গ্লুকোজ uptake করতে উৎসাহিত করে, যা পরোক্ষভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে শোষণের সামগ্রিক প্রভাবকে প্রভাবিত করে। যদিও প্রশ্নটি সরাসরি “শোষণ নিয়ন্ত্রণ” এর কথা বলছে যা কঠোরভাবে সঠিক নয়, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ইনসুলিনই শর্করা বিপাকের সাথে সবচেয়ে নিবিড়ভাবে সম্পর্কিত এবং শোষণ পরবর্তী রক্তে শর্করার মাত্রা ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করে। গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়ায়, থাইরক্সিন সামগ্রিক বিপাক হার নিয়ন্ত্রণ করে এবং গ্লুকোকরটিকয়েড শর্করা উৎপাদনে ভূমিকা রাখে, কিন্তু এদের কেউই শর্করার শোষণকে সরাসরি নিয়ন্ত্রণ করে না। তাই, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ইনসুলিনই সবচেয়ে প্রাসঙ্গিক ।
৬৮) কোন পর্বের প্রাণীর স্নায়ুতন্ত্র মই এর মত?
ক) Annelida
খ) Nematoda
গ) Platyhelminthes
ঘ) Chordata
উত্তর: গ) Platyhelminthes
ব্যাখ্যা: প্লাটিহেলমিনথিস (Platyhelminthes) বা চ্যাপ্টা কৃমি পর্বের প্রাণীদের স্নায়ুতন্ত্র মইয়ের মতো দেখতে হয়। এদের দেহে সম্মুখভাগে মস্তিষ্ক সদৃশ গ্যাংলিয়া থাকে এবং সেখান থেকে দুটি অনুদৈর্ঘ্য স্নায়ু রজ্জু পেছনের দিকে বিস্তৃত হয়। এই অনুদৈর্ঘ্য স্নায়ু রজ্জুগুলো অনুপ্রস্থ স্নায়ু দ্বারা সংযুক্ত থাকে, যা দেখতে অনেকটা মইয়ের ধাপের মতো লাগে। অ্যানিলিডা পর্বের প্রাণীদের স্নায়ুতন্ত্রে মস্তিষ্ক ও ventral nerve cord থাকলেও তা সাধারণত মইয়ের মতো নয়। নেমাটোডা পর্বের প্রাণীদের স্নায়ুতন্ত্র আরও সরল এবং কর্ডের মতো বিন্যস্ত। কর্ডাটা পর্বের প্রাণীদের স্নায়ুতন্ত্র উন্নত এবং কেন্দ্রীয় ও প্রান্তীয় অংশে বিভক্ত ।
৬৯) x/6 + y/5 = 1 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক?
ক) 5 খ) 6 গ) 15 ঘ) 30
উত্তর: গ) 15
৭০) x=1, x=5, y=4 এবং y=8 রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজেরিএকটি কর্ণের ঢাল হবে-
ক) 0 খ) 1/2 গ) 1 ঘ) -1/2
উত্তর: 1
৭১) ω যদি এককের একটি কাল্পনিক ঘনমূল হয়, তবে (1−ω+ω2)(1−ω2+ω4) এর মান হবে-
ক) 4 খ) 6 গ) 3 ঘ) 2
উত্তর: ক) 4
৭২) y=2x2+3x+5 বক্ররেখার (0,1) বিন্দুতে অভিলম্বের ঢাল কত?
ক) -3 খ) -1/3 গ) 1/3 ঘ) 3
উত্তর: 1/3
৭৩) ৭৩) 2×2 বর্গ ম্যাট্রিক্সের হলে নিচের কোনটি সত্য?
৭৪)
জীববিদ্যা
৫৬) কোন জীনের প্রভাবে F2 জণুতে ফেনোটাইপের অনুপাত 9:7 হয়?
ক) পরিপূরক জীন
খ) লিথাল জীন
গ) সেক্সলিংকড জীন
ঘ) বাধক জীন
উত্তর: ক) পরিপূরক জীন
ব্যাখ্যা: যখন দুটি ভিন্ন জিনের প্রকট অ্যালিল একসাথে উপস্থিত থাকলেই কেবল একটি নির্দিষ্ট ফিনোটাইপ প্রকাশিত হয়, কিন্তু এদের যেকোনো একটি বা উভয়ই প্রচ্ছন্ন অবস্থায় থাকলে ভিন্ন ফিনোটাইপ দেখা যায়, তখন সেই জিন দুটিকে পরিপূরক জীন (Complementary genes) বলা হয়। পরিপূরক জিনের ক্ষেত্রে একটি দ্বি-সংকর জননে F2 জনুতে ফিনোটাইপের অনুপাত ৯:৭ হয়। এখানে ৯ অংশ দুটি জিনেরই অন্তত একটি করে প্রকট অ্যালিল ধারণ করে নির্দিষ্ট ফিনোটাইপটি দেখায় এবং বাকি ৭ অংশ ওই নির্দিষ্ট ফিনোটাইপটি দেখাতে ব্যর্থ হয় কারণ তাদের দুটি জিনের অন্তত একটি জিনের দুটি অ্যালিলই প্রচ্ছন্ন থাকে। লিথাল জিনের প্রভাবে সাধারণত ২:১ এর মতো অনুপাত দেখা যায়। সেক্সলিংকড জিনের অনুপাত লিঙ্গভেদে ভিন্ন হয়। বাধক জিনের প্রভাবে সাধারণত ১৩:৩ বা ১২:৩:১ এর মতো অনুপাত দেখা যায় ।
৫৭) রুই মাছের হৃৎপিন্ড বলা হয় কারণ-
ক) O2 যুক্ত/CO2 মুক্ত রক্ত থাকে
খ) O2 রিক্ত/ CO2 যুক্ত রক্ত থাকে
গ) CO2 মুক্ত রক্ত থাকে
ঘ) O2 ও CO2 মুক্ত রক্ত থাকে
উত্তর: খ) O2 রিক্ত/ CO2 যুক্ত রক্ত থাকে
ব্যাখ্যা: রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয় কারণ এই হৃৎপিণ্ডের মধ্যে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বা অক্সিজেনবিহীন রক্ত (O2 রিক্ত/ CO2 যুক্ত রক্ত) প্রবাহিত হয়। দেহের বিভিন্ন অংশ থেকে CO2 যুক্ত রক্ত শিরাসমূহের মাধ্যমে হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড সেই রক্তকে ফুলকায় অক্সিজেনেশনের জন্য পাম্প করে। ফুলকা থেকে অক্সিজেন যুক্ত রক্ত সরাসরি দেহের বিভিন্ন অংশে চলে যায়, হৃৎপিণ্ডে ফেরত আসে না। তাই মাছের হৃৎপিণ্ড কেবল শিরাবাহিত রক্ত পরিবহন করে, ধমনীতে প্রবাহিত অক্সিজেনযুক্ত রক্ত নয় ।
৫৮) poaeae গোত্রের ফলের নাম কি?
ক) ম্যালাও
খ) ক্যারিওসাইনাস
গ) পডোকার্পস
ঘ) ক্যারিওপসিস
ব্যাখ্যা: Poaceae গোত্র, যা ঘাস পরিবার নামে পরিচিত, এর ফলকে ক্যারিওপসিস (Caryopsis) বলা হয়। এই বিশেষ ধরনের ফলটি হলো শুষ্ক এবং একবীজবিশিষ্ট। ক্যারিওপসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ফলত্বক (pericarp) বীজত্বকের (seed coat) সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত বা ফিউজড থাকে। ধান, গম, ভুট্টা ইত্যাদি Poaceae গোত্রের উদ্ভিদের ফল ক্যারিওপসিস ।
৫৯) গন্ধরাজের বৃতিতে কোন ধরনের এক্টিভেশন দেখা যায়
ক) ওপেন
খ) ইমব্রিকেট
গ) টুইস্টেড
ঘ) ভেলভেট
উত্তর: ক) ওপেন
ব্যাখ্যা: মুকুল অবস্থায় ফুলের বৃত্যাংশ বা দলাংশগুলো যখন পরস্পর থেকে আলাদা থাকে এবং কিনারাগুলো একে অপরকে স্পর্শ করে না বা অতিক্রম করে না, তখন তাকে ওপেন এক্টিভেশন বা মুক্ত পুষ্পপত্রবিন্যাস বলা হয়। গন্ধরাজ ফুলের বৃতিতে এই ধরনের ওপেন এক্টিভেশন দেখা যায় ।
৬০) মটরশুটিতে কোন অমরাবিন্যাস দেখা যায়
ক) প্রান্তীয়
খ) মূলীয়
গ) পাশ্বীয়
ঘ) অক্ষীয়
উত্তর: ক) প্রান্তীয়
ব্যাখ্যা: মটরশুটি (Pea) উদ্ভিদের অমরাবিন্যাস হলো প্রান্তীয় (Marginal)। মটরশুটির ফল হলো একটি শুঁটি, যা একটিমাত্র গর্ভপত্র (carpel) দ্বারা গঠিত ডিম্বাশয় থেকে তৈরি হয়। এই ডিম্বাশয়ের অঙ্কীয় কিনারা বরাবর অমরা (placenta) তৈরি হয় এবং ডিম্বকগুলো (ovules) সেই অমরার উপর সারিবদ্ধভাবে সজ্জিত থাকে। এটি মটরশুটি এবং অন্যান্য শিম্বী গোত্রীয় (Fabaceae) উদ্ভিদের একটি বৈশিষ্ট্যপূর্ণ অমরাবিন্যাস। মূলীয় অমরাবিন্যাসে অমরা ডিম্বাশয়ের গোড়ায় থাকে (যেমন ধান), পার্শ্বীয় বা parietall অমরাবিন্যাসে অমরা ডিম্বাশয়ের ভেতরের প্রাচীরে তৈরি হয় (যেমন শর্ষে), এবং অক্ষীয় অমরাবিন্যাসে অমরা ডিম্বাশয়ের কেন্দ্রীয় অক্ষে গঠিত হয় (যেমন জবা) ।
৬১) মানবদেহে ভ্রুণের মেসোডার্মের কোন স্তর থেকে হৃৎপিন্ড তৈরি হয়?
ক) এপিমেয়ার
খ) মেসোমিয়ার
গ) হাইপোমিয়ার
ঘ) লেসোমিয়ার
উত্তর: গ) হাইপোমিয়ার
ব্যাখ্যা: মানব ভ্রূণের মেসোডার্ম স্তরটি বিভেদিত হয়ে কয়েকটি অংশে ভাগ হয়, যার মধ্যে প্রধান তিনটি হলো এপিমেয়ার (Epimere), মেসোমেয়ার (Mesomere) এবং হাইপোমেয়ার (Hypomere)। এপিমেয়ার থেকে মূলত দেহকাণ্ডের পেশী ও কঙ্কালের অংশ তৈরি হয়। মেসোমেয়ার থেকে রেচন ও জননতন্ত্রের কিছু অংশ গঠিত হয়। হাইপোমেয়ার বা ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকেই হৃৎপিণ্ড, রক্তনালী, এবং দেহের গহ্বরের আবরণী তৈরি হয়। হৃৎপিণ্ড হাইপোমেয়ারের ভিসেরাল বা স্প্ল্যাঙ্কনিক স্তর থেকে বিকশিত হয়। লেসোমিয়ার ভ্রূণীয় মেসোডার্মের কোনো স্বীকৃত স্তর নয় ।
৬২) ক্রোমোজোমের চারিদিকে যে পাতলা আবরণ থাকে তার নাম কী?
ক) নিউক্লিয়ার মেমব্রেন
খ) ক্রোমোজোমাল মেমব্রেন
গ) নিউক্লিওলাস
ঘ) নিউক্লিওপ্লাজম
উত্তর: ক) নিউক্লিয়ার মেমব্রেন
ব্যাখ্যা: জীববিদ্যা অনুসারে, একটি ক্রোমোজোমের নিজস্ব কোনো পাতলা ঝিল্লি বা আবরণ থাকে না। ক্রোমোজোম মূলত DNA এবং প্রোটিন (যেমন হিস্টোন) দিয়ে গঠিত একটি ঘন কাঠামো। ক্রোমোজোম ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে এবং সম্পূর্ণ নিউক্লিয়াসটি একটি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত থাকে। নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত রাইবোসোম তৈরির সাথে সম্পর্কিত একটি ঘন বস্তু, এবং নিউক্লিওপ্লাজম হলো নিউক্লিয়াসের ভেতরের অর্ধতরল পদার্থ। “ক্রোমোজোমাল মেমব্রেন” নামে ক্রোমোজোমের নিজস্ব কোনো স্বীকৃত ঝিল্লি নেই। প্রশ্নটি সম্ভবত ক্রোমোজোম যেখানে থাকে সেই নিউক্লিয়াসের আবরণকে নির্দেশ করতে চেয়েছে, অথবা প্রশ্নটির শব্দচয়নে ত্রুটি রয়েছে। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনই ক্রোমোজোমের অবস্থানের সাথে সম্পর্কিত একমাত্র ঝিল্লি ।
৬৩) কোন প্রাণীতে কোয়ানোসাইট নামক কোষ পাওয়া যায়?
ক) শামুক
খ) চিংড়ী
গ) জেলীফিস
ঘ) স্পজ্ঞ
উত্তর: ঘ) স্পজ্ঞ
ব্যাখ্যা: কোয়ানোসাইট (Choanocyte), যা কলার কোষ নামেও পরিচিত, হলো এক বিশেষ ধরনের ফ্লাজেলাযুক্ত কোষ যা শুধুমাত্র পরিফেরা (Porifera) পর্বের প্রাণী, অর্থাৎ স্পঞ্জদের দেহে পাওয়া যায়। এই কোষগুলো স্পঞ্জের দেহের ভেতরের গহ্বর lining করে থাকে এবং এদের ফ্লাজেলার নড়াচড়ার মাধ্যমে জল স্রোত তৈরি করে যা খাদ্য কণা সংগ্রহ, শ্বাস-প্রশ্বাস এবং বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে। শামুক মলাস্কা পর্বের, চিংড়ী আর্থ্রোপোডা পর্বের এবং জেলিফিশ নিডারিয়া পর্বের প্রাণী; এদের কারো দেহেই কোয়ানোসাইট কোষ থাকে না ।
৬৪) নিডোব্লাস্ট কোষের তলদেশ হতে বের হতে ক্যাপসুলের সাথে যুক্ত প্যাঁচানো সুতার ন্যায় অঙ্গকে বলা হয়-
ক) নেমাটোসিস্ট
খ) নিডোসিল
গ) ল্যাসো
ঘ) স্টেনোটিল
উত্তর: ক) নেমাটোসিস্ট
ব্যাখ্যা: নিডোব্লাস্ট (Cnidoblast) কোষের অভ্যন্তরে একটি ক্যাপসুল থাকে যার ভেতরে প্যাঁচানো সুতার মতো একটি অঙ্গ থাকে। এই সম্পূর্ণ অঙ্গাণুটিকে নেমাটোসিস্ট (Nematocyst) বলা হয় । যখন নিডোব্লাস্ট কোষটি উদ্দীপিত হয় (সাধারণত নিডোসিল নামক ট্রিগারের মাধ্যমে), তখন নেমাটোসিস্টের ভেতরের প্যাঁচানো সুতাটি দ্রুত বেগে বাইরে নিক্ষিপ্ত হয় এবং এটি প্রায়শই শিকারকে বিদ্ধ করে বা পেঁচিয়ে ধরে। স্টেনোটিল হলো নেমাটোসিস্টেরই একটি প্রকারভেদ (বিদ্ধকারী নেমাটোসিস্ট)। ল্যাসো কিছু নেমাটোসিস্টকে নিক্ষেপের পর নিডোব্লাস্টের সাথে যুক্ত রাখতে সাহায্য করে, কিন্তু এটি মূল প্যাঁচানো সুতার ন্যায় অঙ্গটি নয় ।
৬৫) ভূট্টার ক্রোমোজোম সংখ্যা (2n) কত?
ক) 42 খ) 24 গ) 40 ঘ) 20
উত্তর: ঘ) 20
ব্যাখ্যা: ভূট্টা (Zea mays) একটি ডিপ্লয়েড উদ্ভিদ, যার দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা ২০টি (2n=20)। অর্থাৎ, এর হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো ১০ (n=10) ।
৬৬) কোন পর্বের প্রাণীর জীবনচক্রে ভেলিগার লার্ভা দশা উপস্থিত?
ক) অ্যানিলিডা
খ) আর্থোপোডা
গ) মোলাস্কা
ঘ) ইকাইনোডার্মাটা
উত্তর: গ) মোলাস্কা
ব্যাখ্যা: ভেলিগার লার্ভা দশা মোলাস্কা (Mollusca) পর্বের প্রাণীদের জীবনচক্রের একটি সাধারণ বৈশিষ্ট্য, বিশেষ করে সামুদ্রিক গ্যাস্ট্রোপোড (শামুক) এবং বাইভালভ (ঝিনুক) প্রাণীদের ক্ষেত্রে। ভেলিগার লার্ভা সাধারণত ট্রোকোফোর লার্ভা দশার পরে আসে এবং এদের দেহের দু’পাশে প্রসারিত লোমযুক্ত ভেলুম (velum) নামক অঙ্গ থাকে যা সাঁতার কাটা এবং খাদ্য সংগ্রহে ব্যবহৃত হয়। অ্যানিলিডা পর্বের প্রাণীদের জীবনচক্রে সাধারণত ট্রোকোফোর লার্ভা দেখা যায়। আর্থ্রোপোডা এবং ইকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের জীবনচক্রে বিভিন্ন ধরনের লার্ভা দশা থাকলেও ভেলিগার লার্ভা দশা উপস্থিত থাকে না ।
৬৭) আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে কি উৎপন্ন হয়?
ক) অ্যামাইনো এসিড
খ) ট্রিপসিন
গ) অ্যামাইনোট্রিপসিন
ঘ) পেপটোন
উত্তর: ক) অ্যামাইনো এসিড
ব্যাখ্যা: আমিষ বা প্রোটিন হলো অ্যামাইনো এসিডের দীর্ঘ শৃঙ্খল দ্বারা গঠিত জটিল খাদ্য উপাদান। পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে এই জটিল আমিষ খাদ্য ভেঙে সরল ও শোষণযোগ্য উপাদানে পরিণত হয়। আমিষ পরিপাকের শেষ ধাপে অ্যামাইনো এসিড তৈরি হয়, যা ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়ে রক্তে মেশে এবং দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ট্রিপসিন হলো একটি এনজাইম যা আমিষ পরিপাকে সাহায্য করে, এটি পরিপাকের ফলে উৎপন্ন বস্তু নয়। পেপটোন হলো আমিষ পরিপাকের একটি মধ্যবর্তী পর্যায় ।
৬৮) পেন্টামেরাস পুষ্প দেখা যায় কোন উদ্ভিদে?
ক) টমোটো
খ) ধান
গ) কাউন
ঘ) খেজুর
উত্তর: ক) টমোটো
ব্যাখ্যা: পেন্টামেরাস পুষ্প হলো এমন ফুল যার প্রতিটি স্তবকের (বৃৃতি, দলমণ্ডল, পুংকেশরচক্র) সংখ্যা পাঁচ বা পাঁচের গুণিতক হয়। টমোটো (Solanum lycopersicum) সোলানেসি (Solanaceae) গোত্রের একটি উদ্ভিদ। সোলানেসি গোত্রের ফুলগুলো সাধারণত পেন্টামেরাস হয়, অর্থাৎ এদের বৃতিতে ৫টি বৃত্যাংশ, দলমণ্ডলে ৫টি পাপড়ি এবং পুংকেশরচক্রে ৫টি পুংকেশর থাকে। ধান ও কাউন পোয়াসি (Poaceae) গোত্রের এবং খেজুর অ্যারেকাসি (Arecaceae) গোত্রের উদ্ভিদ, যাদের ফুলের গঠন পেন্টামেরাস প্রকৃতির নয় ।
৬৯) কোন প্রাণীর রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা
ক) যকৃত কৃমি
খ) কেঁচো
গ) শামুক
ঘ) ঘাসফড়িং
উত্তর: ঘ) ঘাসফড়িং
ব্যাখ্যা: মালপিজিয়ান নালিকা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, বিশেষ করেInsecta (পতঙ্গ) শ্রেণীর প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। ঘাসফড়িং (Grasshopper) পতঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ায় এদের রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা। যকৃত কৃমি (Liver fluke) হলো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী এবং এদের রেচন অঙ্গ হলো শিখা কোষ (flame cells)। কেঁচো (Earthworm) হলো অ্যানিলিডা পর্বের প্রাণী এবং এদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া (nephridia)। শামুক (Snail) হলো মলাস্কা পর্বের প্রাণী এবং এদের রেচন অঙ্গ হলো বৃক্ক বা মেটানেফ্রিডিয়া (kidney or metanephridia) ।
৭০) ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালকে বলা হয়-
ক) এন্ডোক্রেনিয়াম
খ) এপিক্রেনিয়াম
গ) স্কেলেরাইট
ঘ) সূচার
উত্তর: খ) এপিক্রেনিয়াম
ব্যাখ্যা: ঘাসফড়িং সহ অন্যান্য পতঙ্গের মস্তকের বাইরের শক্ত আবরণটিকে বহিঃকঙ্কাল বলা হয়। এই বহিঃকঙ্কাল কয়েকটি সংযুক্ত স্ক্লেরাইট (sclerite) নামক প্লেট দিয়ে গঠিত। মস্তকের এই বহিঃকঙ্কালকে সামগ্রিকভাবে হেড ক্যাপস্যুল (head capsule) বা এপিক্রেনিয়াম (epicranium) বলা হয়। এন্ডোক্রেনিয়াম হলো মস্তকের ভেতরের কঙ্কালীয় কাঠামো। স্ক্লেরাইট হলো বহিঃকঙ্কালের প্রতিটি শক্ত প্লেটের সাধারণ নাম, এবং সূচার হলো এই প্লেটগুলোর মধ্যকার সেলাইয়ের মতো রেখা। তাই মস্তকের বহিঃকঙ্কালকে এপিক্রেনিয়াম বলাই সবচেয়ে সঠিক ।
৭১) লিপোভাইরাস নয় কোনটি?
ক) করোনা ভাইরাস
খ) HIV
গ) ইনফ্রুয়েজ্ঞা
ঘ) TMV
উত্তর: ঘ) TMV
ব্যাখ্যা: লিপোভাইরাস হলো those ভাইরাস যাদের একটি লিপিড আবরণ বা এনভেলপ (envelope) থাকে যা পোষক কোষের ঝিল্লি থেকে আসে। এই লিপিড আবরণ ভাইরাসের ক্যাপসিডকে ঘিরে রাখে ।
৭২) কোন উদ্ভিদে এক প্রকোষ্ঠবিশিষ্ট প্রান্তীয় গর্ভাশয় পাওয়া যায়
ক) কুমড়া
খ) লাউ
গ) মটর
ঘ) বেগুন
উত্তর: গ) মটর
ব্যাখ্যা: গর্ভাশয়ের ভেতরে ডিম্বকগুলো যে বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে অমরাবিন্যাস বা প্ল্যাসেন্টেশন (Placentation) বলা হয়। প্রান্তীয় অমরাবিন্যাস (Marginal placentation) সাধারণত এক প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ে দেখা যায়, যেখানে অমরা গর্ভাশয়ের কিনারা বরাবর গঠিত হয় এবং ডিম্বকগুলো সেখানে দুই সারিতে সজ্জিত থাকে। মটর (Pea) উদ্ভিদে এই ধরনের অমরাবিন্যাস দেখা যায়। কুমড়া ও লাউ উদ্ভিদে সাধারণত বহু প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয় এবং প্যারাইটাল বা বহুপ্রান্তীয় অমরাবিন্যাস থাকে। বেগুনে বহু প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয় এবং অক্ষীয় অমরাবিন্যাস (Axile placentation) দেখা যায় ।
৭৩) ত্রিস্তরী প্রাণীর কোন ভ্রূণীয় অবস্থায় তিনটি কোষীয় স্তর বিদ্যমান? ক) মরুলা খ) ব্লাস্টুলা গ) গ্যাস্ট্রুলা ঘ) আর্কেন্টেরন
উত্তর: গ) গ্যাস্ট্রুলা
ব্যাখ্যা: ত্রিস্তরী (Triploblastic) প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের গ্যাস্ট্রুলা (Gastrula) দশায় তিনটি প্রধান কোষীয় স্তর বা জার্ম লেয়ার (germ layer) গঠিত হয়। এই স্তরগুলো হলো এক্টোডার্ম (Ectoderm), মেসোডার্ম (Mesoderm) এবং এন্ডোডার্ম (Endoderm)। মরুলা হলো কোষ বিভাজনের ফলে সৃষ্ট একটি নিরেট কোষপিণ্ড, ব্লাস্টুলা হলো একটি ফাঁপা গোলকের মতো দশা, এবং আর্কেন্টেরন হলো গ্যাস্ট্রুলা দশায় গঠিত আদিম পৌষ্টিকনালি গহ্বর। এই দশাগুলোতে তিনটি পূর্ণাঙ্গ জার্ম লেয়ার গঠিত হয় না ।
৭৪) কোন মাছের দেহত্বকে প্লাকয়েড আইশ থাকে? ক) Anabus খ) Latimaria গ) Labeo ঘ) Scoliodon
উত্তর: ঘ) Scoliodon
ব্যাখ্যা: প্লাকয়েড আইশ (Placoid scales) হলো তরুণাস্থিময় মাছ (Chondrichthyes), যেমন হাঙ্গর ও রে মাছের দেহত্বকের বৈশিষ্ট্যপূর্ণ আঁশ। এই আঁশগুলো গঠনগতভাবে দাঁতের মতো এবং ডার্মিস থেকে উৎপন্ন হয়। স্কোলিওডন (Scoliodon) হলো একটি হাঙ্গর জাতীয় মাছ, যা তরুণাস্থিময় মাছের অন্তর্ভুক্ত। Anabus (কই মাছ), Latimaria (সিল্যাকান্থ) এবং Labeo (রুই জাতীয় মাছ) হলো অস্থিময় মাছ (Osteichthyes), যাদের দেহত্বকে সাধারণত সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ থাকে, প্লাকয়েড আঁশ থাকে না ।
৭৫) শ্রেণীবিন্যাসের মৌলিক ধাপ কয়টি? ক) 5 খ) 7 গ) 14 ঘ) 21
উত্তর: খ) 7
ব্যাখ্যা: জীববিজ্ঞানে শ্রেণীবিন্যাসের মৌলিক বা প্রধান ধাপ (Rank) হলো সাতটি। এগুলো হলো: ১. জগৎ (Kingdom) ২. পর্ব (Phylum) বা বিভাগ (Division) ৩. শ্রেণী (Class) ৪. বর্গ (Order) ৫. গোত্র (Family) ৬. গণ (Genus) ৭. প্রজাতি (Species) এই সাতটি ধাপ জীবের শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে ধরা হয় ।
৭৬) ভাস্কুলার বান্ডল সৃষ্টি হয় কোন টিস্যু হতে? ক) প্রোমেরিস্টেম খ) প্রোক্যাম্বিয়াম গ) প্রোটোডার্ম ঘ) গ্রাউন্ড মেরিস্টেম
উত্তর: খ) প্রোক্যাম্বিয়াম
ব্যাখ্যা: উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের প্রাথমিক ভাজক টিস্যু (primary meristematic tissue) থেকে বিভিন্ন স্থায়ী টিস্যু গঠিত হয়। প্রোক্যাম্বিয়াম (Procambium) হলো সেই প্রাথমিক ভাজক টিস্যু যা বিভেদিত হয়ে প্রাথমিক জাইলেম (primary xylem) এবং প্রাথমিক ফ্লোয়েম (primary phloem) গঠন করে। জাইলেম ও ফ্লোয়েম একত্রে ভাস্কুলার বান্ডল (vascular bundle) তৈরি করে। প্রোমেরিস্টেম হলো একেবারে প্রাথমিক পর্যায়ের ভাজক টিস্যু যা থেকে অন্যান্য প্রাথমিক ভাজক টিস্যু উৎপন্ন হয় ।
প্রোটোডার্ম থেকে ত্বকীয় টিস্যুতন্ত্র (epidermal tissue system) এবং গ্রাউন্ড মেরিস্টেম থেকে ভিত্তি টিস্যুতন্ত্র (ground tissue system) গঠিত হয় ।
৭৭) কোষের ট্রাফিক পুলিশ কোনটি? ক) মাইটোকন্ড্রিয়া খ) প্লাস্টিড গ) গলগি বডি ঘ) প্লাজমামেমব্রেন
উত্তর: গ) গলগি বডি
ব্যাখ্যা: গলগি বডি বা গলজি অ্যাপারেটাস (Golgi apparatus) কোষের ভেতরে সংশ্লেষিত প্রোটিন এবং লিপিডকে পরিবহন ও প্যাকেজিং করার জন্য দায়ী। এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা পদার্থগুলোকে প্রক্রিয়াজাত করে, সাজায় এবং কোষের ভেতরে বা বাইরে তাদের নির্দিষ্ট গন্তব্যে পাঠায়। কোষের এই কার্যকারিতার জন্য গলগি বডিকে কোষের ‘ট্রাফিক পুলিশ’ বা ‘পোস্ট অফিস’ বলা হয়। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে, প্লাস্টিড (উদ্ভিদ কোষে) খাদ্য তৈরিতে বা সঞ্চয়ে এবং প্লাজমামেমব্রেন কোষের বাইরে ও ভেতরের মধ্যে পদার্থের চলাচল নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, কিন্তু প্যাকেজিং ও নির্দেশনামূলক পরিবহনে এদের প্রধান ভূমিকা নেই ।
৭৮) নগ্নবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত? ক) পাতা খ) মূল গ) ফল ঘ) বীজ
উত্তর: গ) ফল
ব্যাখ্যা: নগ্নবীজী উদ্ভিদ (Gymnosperms) হলো সেইসব উদ্ভিদ যাদের বীজ কোনো ফলের মধ্যে আবৃত থাকে না, বরং উন্মুক্ত থাকে। এদের ডিম্বকগুলো সরাসরি শল্কপত্রের উপর বা অক্ষের উপর নগ্ন অবস্থায় থাকে এবং নিষিক্তকরণের পর বীজ উৎপন্ন হলেও গর্ভাশয় না থাকার কারণে ফল গঠিত হয় না। নগ্নবীজী উদ্ভিদে পাতা, মূল এবং বীজ বিদ্যমান ।
৭৯) ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান কোনটি? ক) লাইপোপ্রোটিন খ) পেপটিডোগ্লাইকান গ) গ্লাইকোপ্রোটিন ঘ) গ্লাইকোলিপিড
উত্তর: খ) পেপটিডোগ্লাইকান
ব্যাখ্যা: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হলো পেপটিডোগ্লাইকান (Peptidoglycan), যা মিউরিন (murein) নামেও পরিচিত। এটি শর্করার চেইন এবং অ্যামাইনো এসিড দ্বারা গঠিত একটি জালিকা কাঠামো তৈরি করে যা ব্যাকটেরিয়ার কোষকে সুরক্ষা প্রদান করে এবং কোষের আকৃতি বজায় রাখতে সাহায্য করে। যদিও ব্যাকটেরিয়ার কোষে লাইপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডও থাকে, তবে কোষ প্রাচীরের মূল ও বৈশিষ্ট্যপূর্ণ উপাদান হলো পেপটিডোগ্লাইকান ।
৮০) ঘাস ফড়িং-এর ডিম কোন ধরনের? ক) টেলোলেসিথাল খ) মাইক্রোলেসিথাল গ) সেন্ট্রোলেসিথাল ঘ) মেগালেসিথাল
উত্তর: গ) সেন্ট্রোলেসিথাল
ব্যাখ্যা: ডিম্বাণুতে কুসুম বা ইয়োক (yolk) বিতরণের ওপর ভিত্তি করে ডিম বিভিন্ন প্রকারের হয়। ঘাসফড়িং হলো পতঙ্গ শ্রেণীর প্রাণী এবং এদের ডিম্বাণুতে কুসুম ডিমের কেন্দ্রে জমা থাকে, আর সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কুসুমকে ঘিরে একটি পাতলা স্তরে বা কেন্দ্রে অবস্থিত থাকে। এই ধরনের ডিম্বাণুকে সেন্ট্রোলেসিথাল (Centrolecithal) ডিম্বাণু বলা হয়। টেলোলেসিথাল ডিমে কুসুম একদিকে জমা থাকে (যেমন পাখি ও সরীসৃপ), মাইক্রোলেসিথাল ডিমে কুসুমের পরিমাণ খুব কম থাকে এবং এটি সুষমভাবে বণ্টিত থাকে (যেমন স্তন্যপায়ী), এবং মেগালেসিথাল মানে প্রচুর কুসুমযুক্ত ডিম (যা সাধারণত টেলোলেসিথাল ধরনেরই হয়) ।




Share this:
- Post
- Click to print (Opens in new window) Print
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Share on Tumblr
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on Mastodon (Opens in new window) Mastodon
- Click to share on Nextdoor (Opens in new window) Nextdoor
- Click to share on Bluesky (Opens in new window) Bluesky