Admission Question DU (Business Unit) 2024-25
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজনেস স্টাডিজ অনুষদ
ইউনিট: ব্যবসায় শিক্ষা
আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
মোট সময়: ৯০ মিনিট MCQ: ৪৫ মিনিট লিখিত: ৪৫ মিনিট | পূর্ণমান: ১০০ MCQ: ৬০ নম্বর লিখিত: ৪০ নম্বর |
প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে প্রশ্ন বা পৃষ্ঠায় প্রিন্ট ঠিক আছে কিনা দেখে নিয়ে পরীক্ষা করতে হবে । প্রয়োজনে পরীক্ষা শুরুর আগে প্রতাবক্ষকের দৃষ্টি আকর্ষণ করুন । MCQ অংশে প্রতোকটি প্রশ্ন সমমানের । প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে । |
বাংলা
১. “খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি ।” -কোন ধরনের বাক্য?
A) সরল B) যৌগিক C) জটিল D) অতি সরল
২. মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A) ফারসি B) পর্তুগিজ C) আরবি D) তুর্কি
৩. ‘গণঅভ্যুথান’ শব্দটি কীভাবে গঠিত?
A) সন্ধি B) প্রত্যয় C) উপসর্গ D) সমাস
৪. কোন শব্দটি অপপ্রয়োগ-দুষ্ট নয়?
A) নির্দোষী B) দৈন্যতা C) শুধুমাত্র D) উদ্বেল
৫. বৈষম্যবিরোধী কোন সমাস দ্বারা গঠিত?
A) দ্বিতীয়া তৎপুরুষ B) তৃতীয়া তৎপুরুষ C) চতুর্থী তৎপুরুষ D) ষষ্ঠী তৎপুরুষ
৬. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’?-এর এক কথায় প্রকাশ ।
A) নবোঢ়া B) অনুঢ়া C) অবীরা D) কুমারী
৭. কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?
A) বিধ্বস্ত B) উদ্বেগ C) স্বত্ব D) দ্বন্ধ
৮. কোন শব্দটি শুদ্ধ?
A) অদ্যাবধি B) অনুমান নির্ভর C) অন্তর্ভুক্ত D) আকাঙ্খা
৯. ‘সম্মুখে অগ্রসর হয়ে অর্ভ্যর্থনা’ এক কথায় বলে?
A) প্রত্যুদ্গমন B) আবাহন C) সম্ভাষণ D) প্রত্যুৎগমন
১০. কোনটি মৌলিক শব্দ?
A) চাঁদ B) বন্ধুত্ব C) প্রশাসন D) দায়িত্ব
১১. ‘বুদ্ধিমান’ এর বিশেষ্য পদ কি?
A) বুদ্ধি B) বুদ্ধিত্ব C) বুদ্ধিমত্তা D) বৃদ্ধি
১২. ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকার মাঝি’ কিসের প্রতীক?
A) সৃষ্টিকর্মের B) কবির নিজের C) অনন্ত কালস্রোতের D) মহাকালের
General English
Chose the correct words (Questions 13-16)
- What……….. to get a new driving license?
- A) have I to do B) Do I have to do C) I must do D) I have to
- I’d better go now. I promised………..late?
- A) not being B) Not to being C) to not be D) I wouldn’t be
- Sally has been working here?
- A) Since six months B) for six months C) six months ago D) six months before time
- She has lost her passport again, This is the second time this………………,
- A) has happened B) happens C) happened D) is happening
Choose the appropriate prepsosition (Questions 17-19)
- The professor set some project work…………the end of the semester?
- A) about B) at C) of D) in
- What the wise do in the beginning, fools do…….the end.
- A) by B) at C) in D) towards
- Maliha is good…….tennis?
- A) about B) at C) in D) of
Choose the correct sentence: (Questions 20-21)
- Stop doing wrong things lest you are caught.
- A) would be caught B) will be caught C) might be caught D) may be caught
- The performance of our players was rather worst that I had expected.
- A) bad as I had expected B) worse than I had expected
- C) Worse than expectation D) worse than was expected
- The correct spelling is:
- A) propoganda B) propagranda C) propaganda D) popaganda
- Which one of the following pairs is similar in relationship to SAW: CARPENTER?
- A) Painter: color B) Agon: Farmer C) Scissors: Barber D) Cloth: Tailor
- Choose the correct synonym of `Pertinent’?
- A) Inappropriate B) Disturbed C) Relevant D) Penetrate
Accounting
25. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা । এর ব্যবহারিকর জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা । বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে (The purchasing cost of a machine is Tk. 60,000. Its useful life is years and salvage value is tk. 5000. If the sum of years digit method is used, what will be the amount of depreciation in eighth year?
A) ৬,৮৭৫ টাকা(Tk. 6875) B) ৩০০০ টাকা (Tk. 3000)
C) ৫,৫০০ টাকা (Tk. 5500) D) ২,০০০ টাকা (Tk. 2000)
26. মুদ্রাস্ফীত কালে কোন মজুদপনা মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে (Which of the following inventory valuation method will generate the lowest income tax during inflation?)
A) আগে আসলে আগে যায় (First-in, First-out method)
B) শেষে আসলে আগে যায় পদ্ধতি (Last in, First out method)
C) গড়ব্যায় পদ্ধতি (Average cost method)
D) ভারযুক্ত গড়ব্যায় পদ্ধতি (Weighted Average cost method)
27. একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল: (In a bank reconciliation, deposit in trasit are)
A) বইয়ের জের থেকে কাটা (deducted from the book balance)
B) বইয়ের জেরে যোগ করা (added to the book balance)
C) ব্যাংক হিসাব যোগ করা (added to the bank balance)
D) ব্যাংক জের থেকে কাটা (deducted from the bank balance)
28. রুপান্তর খরচের সমষ্টি: (Conversion costs are the sum of))
A) স্থির এবং পরিবর্তনশীল উপরিব্যয় (fixed and variable overhead costs)
B) প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় (direct labor and overhead costs)
C) প্রত্যক্ষ কাচামাল এবং কারখানা উপরিব্যয় (direct material and overhead costs)
D) প্রত্যক্ষ এবং মজুরি এবং পরোক্ষ মজুরি (direct labor and indirect labor costs)
29. আরডি ফুড কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা । প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা । পণ্যের মূল্য কত? (RD food company’s cost of goods sold is Tk. 5,50,000. Opening inventory is Tk. 2,00,000 and closing inventory is Tk. 2,50,000. What is the price of the purchased product?)
A) ৫০০০০০ টাকা (Tk. 500000)
B) ৭৫০০০০ টাকা (Tk. 750000)
C) ৬০০০০০ টাকা (Tk. 600000)
D) ৬৫০০০০ (Tk. 650000)
30. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয় । তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে? (the effect on net income if an expense that was previously recorded as an asset is now recognized as an expense?)
A) নিট মুনাফা বৃদ্ধি পাবে (increase net income)
B) নিট মুনাফা হ্রাস পাবে (decrease net income)
C) কোন প্রভাব নেই (no effect)
D) নির্ধারণ করা যাবে না (cannot determine)
31. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বদ্ধ করা হয়? (which account is closed through closing entries?)
A) আয় হিসাব (Revenue account)
B) সম্পদ (asset)
C) বিপরীত সম্পদ (contra asset)
D) দায় (liability)
32. বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে? (what kind of balance does contra asset account express?)
A) ডেবিট (debit)
B) ক্রেডিট (credit)
C) ডেবিট ও ক্রেডিট (debit and credit)
D) ডেবিট বা ক্রেডিট (debit or credit)
33. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয় । তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে? (Tasnu traders forgot to adjust the inearned service revenue of Tk. 80,000 which is earned. What would be its impact on the financial statements?)
A) আয় বেশি দেখানো হবে (income will be overstated)
B) দাম কম দেখানো হবে (Liabilities will be understated)
C) দাম বেশি দেখানো হবে (Liabilities will be overstated)
D) মুনাফা বেশি দেখানো হবে (Profit will be overstated)
34. মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার । তাদের মুনাফা বন্টন অনুপাত ৫:২ । তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে । তাদের মুনাফার নতুন অনুপাত কত? (the effect on net income if an expense that was previously recorded as an asset is now recognized as an expense?)
A) ৩:২:১ (3:2:1) B) ১৫:৬:৫ (15:6:5)
C) ৯:৬:৩ (9:6:3) D) ১৫:৬:৭(15:6:7)
35. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? (Which of the following is deferred revenue expenditure?)
A) অবচয় (Depreciation) B) অবলোপন (Amortization)
C) প্রাথমিক খরচ (Preliminary expense) D) অগ্রিম প্রদত্ত খরচ (Prepaid expense)
36. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মুল্যের উপর মুনাফার হার কত? (Net sales and gross profit are Tk. 30,000 and 6,000 respectively. What is the rate of mark-up?)
A) ১৬.৬৭% (16.67) B) ২০% (20%)
C) ২৫% (25%) D) ৩০%(30%)
Share this:
- Post
- Click to print (Opens in new window) Print
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Share on Tumblr
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on Mastodon (Opens in new window) Mastodon
- Click to share on Nextdoor (Opens in new window) Nextdoor
- Click to share on Bluesky (Opens in new window) Bluesky
Nice Website, information base website