১। ‘বখতিয়ারের ঘোড়া’ -এর রচয়িতা কে?
ক) ফররুখ আহমদ খ) কাজী নজরুল ইসলাম গ) শহীদ কাদরী ঘ) আল মাহমুদ
উত্তর: ঘ (আল মাহমুদ)
২। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প নয় কোনটি?
ক) সরীসৃপ খ) প্রাগৈতিহাসিক গ) হলুদপোড়া ঘ) মানুষ
উত্তর: গ (হলুদপোড়া)
ব্যাখ্যা: ‘হলুদপোড়া’ তার লেখা একটি উপন্যাস
৩। ‘পাঞ্জেরী’ শব্দের অর্থ কী?
ক) আলোকবর্তিকা খ) পিঞ্জরপ্রহরী গ) বন্ধু ঘ) শুভাকাঙ্ক্ষী
ব্যাখ্যা: ফররুখ আহমদের বিখ্যাত ‘পাঞ্জেরী’ কবিতায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে। ‘পাঞ্জেরী’ বলতে বোঝায় জাহাজের পথপ্রদর্শক বা নাবিক, যিনি অন্ধকারে বা কঠিন সময়ে পথ দেখান। রূপক অর্থে, যিনি সমাজ বা জাতিকে পথ দেখান বা দিকনির্দেশনা দেন, তাকেও পাঞ্জেরী বলা হয় ।
৪। বাস করিবার ইচ্ছা
ক) বিবক্ষা
খ) বাসস্পৃহা
গ) জিজ্ঞাসা
ঘ) চিকিৎসা
উত্তর: খ) বাসস্পৃহা
৫। কোন শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হয়?
ক) সন্ধিবদ্ধ, খ) সমাসবদ্ধ, গ) প্রত্যয়ান্ত, ঘ) উপসর্গবদ্ধ
উত্তর: খ) সমাসবদ্ধ
৬। কোনটি কর্মধারয় সমাস?
ক) রক্তকমল, খ) ভালো-মন্দ, গ) হতশ্রী, ঘ) রাজপথ।
সঠিক উত্তর হলো: ক) রক্তকমল
ব্যাখ্যা: রক্তকমল হলো কর্মধারয় সমাসের উদাহরণ। এটি বিশেষণপূর্বপদ কর্মধারয় সমাস। এখানে ‘রক্ত’ শব্দটি বিশেষণ এবং ‘কমল’ শব্দটি বিশেষ্য। বিশেষণ পদটি বিশেষ্য পদটিকে বিশেষিত করছে। এর ব্যাসবাক্য হলো “রক্ত যে কমল” ।
৭। বিদ্রোহী কবিতায় কবি কার অভিশাপ হতে চেয়েছেন?
ক) বিধাতার, খ) উৎপীড়িতের, গ) পৃথিবীর, ঘ) নিজের।
সঠিক উত্তর হলো: খ) উৎপীড়িতের
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতায় কবি উৎপীড়িত বা অত্যাচারিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন । তিনি উৎপীড়িতের বেদনা, কান্না এবং ক্ষোভকে নিজের মধ্যে ধারণ করেছেন এবং অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কবিতার বিভিন্ন অংশে কবি নিজেকে উৎপীড়িতের কণ্ঠস্বর এবং তাদের মুক্তির শক্তিরূপে প্রকাশ করেছেন। তাই, তিনি উৎপীড়িত মানুষের পক্ষ থেকে অত্যাচারী ও অন্যায়ের বিরুদ্ধে অভিশাপ হতে চেয়েছেন ।
৮। ‘অহরহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহ+রহ, খ) অহঃ+হ, গ) অহঃ+অহ, ঘ) অহ+অহ।
সঠিক উত্তর হলো: গ) অহঃ+অহ
ব্যাখ্যা: ‘অহরহ’ শব্দটি বিসর্গ সন্ধির একটি উদাহরণ। অহঃ + অহ = অহরহ। এখানে প্রথম পদের শেষে অবস্থিত বিসর্গ (ঃ) এর সাথে পরের পদের প্রথমে অবস্থিত ‘অ’ যুক্ত হওয়ার সময় বিসর্গটি ‘র’-তে রূপান্তরিত হয়েছে এবং সেই ‘র’ পরের পদের ‘অ’-এর সাথে যুক্ত হয়ে ‘র’ (র্ + অ = র) হয়েছে। ফলে ‘অহ’ এবং পরিবর্তিত ‘র’ এবং শেষের ‘হ’ একসাথে যুক্ত হয়ে ‘অহরহ’ শব্দটি গঠিত হয়েছে। এটি বিসর্গ ও স্বরের সন্ধির একটি নিয়ম।
৯। ‘Song Offerings’-এর বাংলা অনুবাদ –
ক) গীতালি, খ) গীতিমালা, গ) গীতাঞ্জলি, ঘ) গীতবিতান।
সঠিক উত্তর হলো: গ) গীতাঞ্জলি
ব্যাখ্যা: ‘Song Offerings’ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’-র স্বয়ং-কৃত ইংরেজি অনুবাদ। এই অনুবাদ গ্রন্থটির জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
১০। ‘অন্য ঘরে অন্য স্বর’ কে লিখেছেন?
সঠিক উত্তর হলো: ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা: ‘অন্য ঘরে অন্য স্বর’ প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটি ছোটগল্প সংকলন। এটি তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়েছিল ।
১১। কোন বানানটি সঠিক?
ক) আদ্ভূত, খ) অদ্ভুত, গ) ভূত্বড়ে, ঘ) শোসন।
সঠিক উত্তর হলো: খ) অদ্ভুত
ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র ‘অদ্ভুত’ বানানটি সঠিক। ‘অদ্ভুত’ শব্দের অর্থ হলো আশ্চর্য, অদ্ভুত বা অস্বাভাবিক। অন্যান্য অপশনগুলোর মধ্যে ‘আদ্ভূত’ বানানটি ভুল, ‘ভূত্বড়ে’ বানানটিও সাধারণত ব্যবহৃত হয় না বা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এবং ‘শোসন’ বানানটিও ভুল; সঠিক বানানটি হলো ‘শোষণ’ (অর্থ – অত্যাচার বা শোষণ করা) অথবা ‘শ্বসন’ (অর্থ – শ্বাস নেওয়া) ।
১২। ‘উনপাঁজুরে’ শব্দের অর্থ কী?
ক) মন্দ ভাগ্য, খ) পাগলামি, গ) নির্বিকার, ঘ) অপদার্থ।
সঠিক উত্তর হলো: ঘ) অপদার্থ
ব্যাখ্যা: ‘উনপাঁজুরে’ একটি বাগধারা বা চলিত শব্দ যার আক্ষরিক অর্থ পাঁজরের সংখ্যা কম বা দুর্বল পাঁজরযুক্ত। তবে শব্দটির প্রচলিত বা ভাবার্থ হলো দুর্বল, অপদার্থ বা অকর্মণ্য ব্যক্তি। প্রদত্ত অপশনগুলির মধ্যে ‘অপদার্থ’ শব্দটি ‘উনপাঁজুরে’-এর এই ভাবার্থের সাথে সঙ্গতিপূর্ণ।
১৩। মানবকল্যাণ অলৌকিক কিছু নয়- এ এক জাগতিক কোন জিনিস?
ক) মানবধর্ম, খ) বাস্তবতা, গ) আধার, ঘ) কর্মলীলা।
সঠিক উত্তর হলো: ক) মানবধর্ম
ব্যাখ্যা: প্রশ্নটিতে বলা হয়েছে মানবকল্যাণ কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত বিষয় নয়, এটি একটি জাগতিক জিনিস। অর্থাৎ, এটি এই পৃথিবীরই বিষয় এবং মানুষের সাথে সম্পর্কিত। অপশনগুলোর মধ্যে ‘মানবধর্ম’ শব্দটি মানুষের নৈতিক দায়িত্ব, কর্তব্য এবং স্বভাবকে বোঝায়, যার একটি অবিচ্ছেদ্য অংশ হলো অন্যের বা মানবতার কল্যাণ সাধন করা। তাই মানবকল্যাণকে জাগতিক অর্থে মানবধর্মের অংশ হিসেবেই গণ্য করা হয়।
১৪। জীমূত শব্দের প্রতিশব্দ কী?
ক) সমুদ্র, খ) মেঘ, গ) পর্বত, ঘ) আকাশ।
সঠিক উত্তর হলো: খ) মেঘ
ব্যাখ্যা: ‘জীমূত’ শব্দটি মেঘ শব্দের প্রতিশব্দ। জীমূত বলতে জলধর বা মেঘকে বোঝানো হয় যা জল ধারণ করে এবং গর্জন (বিদ্যুৎ চমকানো ও মেঘের ডাক) করে। তাই ‘মেঘ’ হলো ‘জীমূত’ শব্দের সঠিক প্রতিশব্দ।
১৫। সমাজবাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ-
ক) রবীন্দ্রনাথ, খ) শরৎচন্দ্র, গ) মানিক বন্দ্যোপাধ্যায়, ঘ) বঙ্কিমচন্দ্র।
সঠিক উত্তর হলো: গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়কে সমাজবাস্তবতার একজন অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে গণ্য করা হয়। তাঁর রচনায় সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সমাজের জীবনসংগ্রাম, অর্থনৈতিক বৈষম্য, মানসিক জটিলতা এবং পারিপার্শ্বিক বাস্তবতার নিখুঁত ও গভীর চিত্র ফুটে উঠেছে। ‘পদ্মানদীর মাঝি’, ‘পুতুলনাচের ইতিকথা’ ইত্যাদি তাঁর বিখ্যাত রচনাগুলি সমাজবাস্তবতার উজ্জ্বল দৃষ্টান্ত।
১৬। সন্ধি-এর বিপরীত শব্দ কোনটি?
ক) বিগ্রহ, খ) অসন্ধি, গ) দুরভিসন্ধি, ঘ) সন্দেহ।
ক) বিগ্রহ, খ) অসন্ধি, গ) দুরভিসন্ধি, ঘ) সন্দেহ।
সঠিক উত্তর হলো: ক) বিগ্রহ
ব্যাখ্যা: ব্যাকরণের আলোচনায় ‘সন্ধি’ শব্দের বিপরীত ধারণাটি হলো ‘বিগ্রহ’। সন্ধি হলো শব্দের বা ধ্বনির মিলন বা একত্রীকরণ, অন্যদিকে ‘বিগ্রহ’ বলতে সমাসবদ্ধ পদকে ভেঙে পূর্বপদ ও উত্তরপদকে আলাদা করে দেখানো হয় বা ব্যাসবাক্য গঠন করা হয়। যদিও সাধারণভাবে মিলনের বিপরীত বিচ্ছেদ, তবে ব্যাকরণের নির্দিষ্ট পরিভাষায় সন্ধির বিপরীত অর্থে কখনো কখনো বিগ্রহ শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়, বিশেষ করে যখন সমাসের ব্যাসবাক্যকে বোঝানো হয় যা সমস্ত পদ বা সন্ধিবদ্ধ রূপের বিশ্লেষণ। এই অপশনগুলোর মধ্যে ‘বিগ্রহ’ই সন্ধির বিপরীত ধারণা হিসেবে সর্বাধিক প্রাসঙ্গিক।
১৭। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক) প্র, খ) পরা, গ) অপ, ঘ) সু।
সঠিক উত্তর হলো: ঘ) সু
ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন তৎসম উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। প্রদত্ত অপশনগুলির মধ্যে ‘প্র’, ‘পরা’ এবং ‘অপ’ হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। কিন্তু ‘সু’ উপসর্গটি তৎসম এবং খাঁটি বাংলা উভয় প্রকার উপসর্গের মধ্যেই পড়ে, তবে এটি খাঁটি বাংলা শব্দ গঠনেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং খাঁটি বাংলা উপসর্গের তালিকায় এর উল্লেখ পাওয়া যায়। যেহেতু অন্য কোনো খাঁটি বাংলা উপসর্গ অপশনে নেই এবং ‘সু’ খাঁটি বাংলা উপসর্গ হিসেবে পরিচিত, তাই এটিই সঠিক উত্তর। খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ হলো: অ, অনা, অজ, অঘ, আর, আন, আ, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, স, সা, সু, হা ।
১৮। ‘ইকারুসের আকাশ’-এর ‘ইকারুস’ কোন মিথ থেকে গৃহীত?
ক) স্প্যানিশ, খ) রুশ, গ) সংস্কৃত, ঘ) গ্রিক।
সঠিক উত্তর হলো: ঘ) গ্রিক
ব্যাখ্যা: ইকারুস গ্রিক পুরাণের একটি বিখ্যাত চরিত্র। ডেডেলাস ও ইকারুসের কাহিনী প্রাচীন গ্রিক মিথোলজির অংশ, যেখানে তারা মোম ও পালক দিয়ে তৈরি ডানা ব্যবহার করে ক্রিট দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিল। সূর্য্যের খুব কাছে উড়ে যাওয়ার কারণে মোম গলে যাওয়ায় ইকারুসের পতন ঘটে। এই কাহিনীটি গ্রিক মিথ থেকেই উদ্ভূত।
১৯। ‘ধোপদুরস্ত’ বাগধারাটি কী বোঝায়?
ক) গভীর প্রকৃতির, খ) পরিপাটি, গ) ধীরস্থিরসম্পন্ন, ঘ) অসম সাহসী।
সঠিক উত্তর হলো: খ) পরিপাটি
ব্যাখ্যা: ‘ধোপদুরস্ত’ বাগধারাটি পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। সাধারণত পোশাক বা ব্যক্তির বেশভূষা যখন খুব পরিষ্কার ও গোছানো থাকে, তখন তাকে ‘ধোপদুরস্ত’ বলা হয়।
২০। জানা উচিৎ -এর এক কথায় প্রকাশ কী?
ক) জিজ্ঞাসা, খ) জ্ঞাতব্য, গ) অবগত, ঘ) জ্ঞাত।
সঠিক উত্তর হলো: খ) জ্ঞাতব্য
ব্যাখ্যা: ‘জানা উচিত’ এই বাক্যাংশটির এক কথায় প্রকাশ হলো ‘জ্ঞাতব্য’। ‘জ্ঞাতব্য’ শব্দের অর্থ হলো যা জানার যোগ্য বা যা জানা উচিত।
২১। ‘বেওয়া’ শব্দের বিপরীত শব্দ-
ক) সহোদরা, খ) সধবা, গ) বিধবা, ঘ) কলত্র।
সঠিক উত্তর হলো: খ) সধবা
ব্যাখ্যা: ‘বেওয়া’ শব্দটি ‘বিধবা’ শব্দের একটি প্রতিশব্দ, যার অর্থ যে নারীর স্বামী মারা গেছেন। ‘বিধবা’ শব্দের বিপরীত শব্দ হলো ‘সধবা’, যার অর্থ যে নারীর স্বামী জীবিত আছেন। তাই ‘বেওয়া’ শব্দের বিপরীত শব্দ হলো ‘সধবা’।
২২। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে?
ক) ১ জন, খ) ২ জন, গ) ৩ জন, ঘ) ৪ জন।
সঠিক উত্তর হলো: খ) ২ জন
ব্যাখ্যা: শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ভাষা শহীদদের মধ্যে স্পষ্টভাবে সালাম এবং বরকত এই দুজনের নাম উল্লেখ করা হয়েছে। এই কবিতায় তাঁদের নাম প্রতীকী অর্থে ৫২-এর ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতিনিধি হিসেবে ব্যবহৃত হয়েছে।
২৩। ‘শ্রবণ’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) √শ্রব+অনট, খ) √শ্রুত+অন, গ) √শ্রব+অন, ঘ) √শ্রু+অন।
সঠিক উত্তর হলো: ঘ) √শ্রু+অন
ব্যাখ্যা: ‘শ্রবণ’ শব্দটি গঠিত হয়েছে √শ্রু ধাতু এবং ‘অন’ প্রত্যয়ের যোগে। √শ্রু হলো শোনার মূল ধাতু। কৃত প্রত্যয় ‘অন’ ধাতুর সাথে যুক্ত হয়ে ভাববাচ্যের বিশেষ্য পদ গঠন করে। এখানে √শ্রু + অন = শ্রবণ। প্রত্যয় যুক্ত হওয়ার সময় √শ্রু ধাতুর ‘উ’ পরিবর্তিত হয়ে ‘অব’ হয়েছে (গুণ বা বৃদ্ধিলাভের নিয়মে) এবং প্রত্যয়ের ‘ন’ মূর্ধন্য ‘ণ’-তে পরিবর্তিত হয়েছে পূর্ববর্তী ‘র/ষ/ঋ’ বা তাদের প্রভাবে সৃষ্ট ধ্বনির কারণে।
২৪। ‘কারক বিভক্তি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্ব, খ) রূপতত্ত্ব, গ) বাক্যতত্ত্ব, ঘ) অর্থতত্ত্ব।
সঠিক উত্তর হলো: খ) রূপতত্ত্ব
ব্যাখ্যা: ব্যাকরণের যে অংশে শব্দ গঠন, শব্দের রূপ পরিবর্তন এবং বিভিন্ন প্রকার প্রত্যয় ও বিভক্তি নিয়ে আলোচনা করা হয়, তাকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বলে। কারক ও বিভক্তি শব্দের সাথে সম্পর্কিত এবং বাক্যে শব্দের স্থান ও অন্যান্য শব্দের সাথে তার সম্পর্ক বোঝাতে শব্দের যে রূপ পরিবর্তন হয় (বিভক্তি যোগের মাধ্যমে), তা রূপতত্ত্বের অন্তর্ভুক্ত। কারক বিভক্তি বাক্যের অন্তর্গত পদগুলোর পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, কিন্তু এই সম্পর্ক বোঝাতে শব্দের রূপের যে পরিবর্তন ঘটে, সেটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
২৫। অনুজ্ঞাসূচক বাক্য কোনটি?
ক) তুমি কি জান হারা হয়েছো!, খ) এবার তুমি দাঁড়াও!, গ) যদি শৈশব ফিরে পেতাম!, ঘ) কী সুন্দর দৃশ্য!।
সঠিক উত্তর হলো: খ) এবার তুমি দাঁড়াও!
ব্যাখ্যা: যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। ‘এবার তুমি দাঁড়াও!’ বাক্যটি দ্বারা আদেশ বোঝানো হচ্ছে, তাই এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য।
২৬। কিসের উপর সমাস নির্ভরশীল?
ক) সমস্তপদ, খ) সমস্যমান পদ, গ) ব্যাসবাক্য, ঘ) কোনোটিই নয়।
সঠিক উত্তর হলো: খ) সমস্যমান পদ
ব্যাখ্যা: সমাস প্রক্রিয়ায় একাধিক সমস্যমান পদ একত্রিত হয়ে একটি সমস্তপদ গঠন করে। সমাস হলো এই সমস্যমান পদগুলোকে যুক্ত করার একটি প্রক্রিয়া। সুতরাং, সমাস মূলত সমস্যমান পদগুলোর উপরেই নির্ভরশীল, কারণ এই পদগুলো না থাকলে সমাস গঠন করা সম্ভব নয়। ব্যাসবাক্য হলো সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করে দেখানো একটি বাক্য বা বাক্যাংশ, যা সমাসের প্রকৃতি ও অর্থ বোঝাতে সাহায্য করে, কিন্তু সমাস ব্যাসবাক্যের উপর নির্ভরশীল নয়, বরং ব্যাসবাক্য সমাসকে বিশ্লেষণ করে। সমস্তপদ হলো সমাসের ফল বা risultato, এটি নির্ভর করে সমস্যমান পদ ও সমাস প্রক্রিয়ার উপর।
২৭। ‘নন্দন’ শব্দের সমার্থক শব্দ-
ক) শৈল, খ) পুত্র, গ) আদিত্য, ঘ) হিমাংশু।
সঠিক উত্তর হলো: খ) পুত্র
ব্যাখ্যা: ‘নন্দন’ শব্দের কয়েকটি অর্থের মধ্যে একটি প্রধান অর্থ হলো পুত্র বা ছেলে। প্রদত্ত অপশনগুলির মধ্যে ‘পুত্র’ শব্দটিই ‘নন্দন’-এর সমার্থক শব্দ। শৈল মানে পর্বত, আদিত্য মানে সূর্য এবং হিমাংশু মানে চাঁদ।
২৮। ‘নিন্মের বিড়ম্বনা’ কার লেখা?
ক) আবুল মনসুর আহমদ, খ) আবুল হুসেন, গ) আবুল হোসেন, ঘ) আবুল ফজল।
সঠিক উত্তর হলো: খ) আবুল হুসেন
ব্যাখ্যা: ‘নিষেধের বিড়ম্বনা’ প্রবন্ধটি আবুল হুসেন রচনা করেছেন। এটি তাঁর একটি পরিচিত লেখা যেখানে তিনি সামাজিক বা প্রচলিত নিষেধের কারণে সৃষ্ট বিড়ম্বনা নিয়ে আলোচনা করেছেন ।
২৯। In the passage ‘connecting’ means …..
- a) understanding of the plot, b) relating literature to real life, c) from one character to another, d) bridging gaps
সঠিক উত্তর হলো: b) relating literature to real life
ব্যাখ্যা: অনুচ্ছেদে “connecting” শব্দটি Literature circles-এ ব্যবহৃত একটি কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে, অন্যান্য কৌশলের (visualising, questioning, inferring, analysing) পাশাপাশি। সাহিত্যের আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটে “connecting” বলতে পাঠক তার নিজস্ব জীবন বা অভিজ্ঞতার সাথে সাহিত্যকর্মের সংযোগ স্থাপন করাকে বোঝায়। অপশনগুলোর মধ্যে “relating literature to real life” এই অর্থকেই নির্দেশ করে।
৩০। The teacher plays the role of ….
a) a summariser, b) a commentator, c) a facilitator, d) an adviser
সঠিক উত্তর হলো: c) a facilitator
ব্যাখ্যা: অনুচ্ছেদে বলা হয়েছে যে Literature circles প্রধানত ছাত্ররাই পরিচালনা করে এবং শিক্ষক পেছনে থেকে শুধুমাত্র কিছু মৌলিক নিয়ন্ত্রণমূলক কাজ করেন। শিক্ষকের এই ভূমিকাটি একজন সহায়তাকারীর (facilitator) ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ, যিনি মূলত শিক্ষার্থীদের আলোচনাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করেন। তিনি নিজে আলোচনা বা সমালোচনায় প্রধান ভূমিকা পালন করেন না।
৩১। The passage is developed through the technique of …..
- a) narration, b) description, c) exemplification, d) exposition
সঠিক উত্তর হলো: d) exposition
ব্যাখ্যা: অনুচ্ছেদটিতে Literature circles কী, এটি কীভাবে কাজ করে, এর উদ্দেশ্য কী এবং এতে কী কী কৌশল ব্যবহৃত হয় – এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। এটি কোনো গল্প বলা (narration), নিছক বর্ণনা দেওয়া (description) বা উদাহরণ দেওয়ার (exemplification) চেয়ে কোনো বিষয় সম্পর্কে তথ্য প্রদান এবং ব্যাখ্যা করার ওপর বেশি গুরুত্বারোপ করে। এই ধরনের রচনা কৌশলকে exposition বলা হয়।
৩২। A Literature circle’s primary aim is to develop …..
a) writing skill, b) speaking skill, c) questioning skill, d) comprehension skill
সঠিক উত্তর হলো: d) comprehension skill
ব্যাখ্যা: অনুচ্ছেদে উল্লেখ করা বিভিন্ন কৌশল (visualising, connecting, questioning, inferring, analysing) এবং শিক্ষার্থীরা কীভাবে পাঠ্য থেকে তথ্য আহরণ করে ও সেটিকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করে, তা থেকে বোঝা যায় যে Literature circles-এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পাঠ্য বিষয়বস্তু ভালোভাবে বোঝা বা অনুধাবন করার দক্ষতা (comprehension skill) বৃদ্ধি করা। অন্যান্য দক্ষতা (যেমন speaking skill) অর্জিত হলেও মূল লক্ষ্য হলো পাঠ্যের গভীর উপলব্ধি।
৩৩। Literature circles are mostly based on students, and they are expected to acquire …..
a) a variety of strengths and skills, b) oral competence, c) listening skill, d) writing skill
সঠিক উত্তর হলো: a) a variety of strengths and skills
ব্যাখ্যা: অনুচ্ছেদে বর্ণিত Literature circles-এর কার্যক্রম এবং এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ব্যবহৃত কৌশলগুলো থেকে প্রতীয়মান হয় যে শিক্ষার্থীরা এর মাধ্যমে শুধুমাত্র একটি বা দুটি নির্দিষ্ট দক্ষতা নয়, বরং আলোচনা, বিশ্লেষণ, সংযোগ স্থাপন এবং সমালোচনামূলক চিন্তাভাবনার মতো বিভিন্ন ধরনের শক্তি ও দক্ষতা অর্জন করে। অপশন “a variety of strengths and skills” এই সামগ্রিক অর্জনকেই নির্দেশ করে ।
৩৪। She was hesitant to invest in the stock market because of its …. nature.
ক) stable, খ) volatile, গ) predictable, ঘ) dull।
সঠিক উত্তর হলো: খ) volatile
ব্যাখ্যা: বাক্যটিতে বলা হয়েছে যে শেয়ার বাজারের প্রকৃতির কারণে তিনি সেখানে বিনিয়োগ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন। শেয়ার বাজারের ‘volatile’ প্রকৃতি বলতে বোঝায় এটির অস্থির, পরিবর্তনশীল এবং অনিশ্চিত অবস্থা, যেখানে দর খুব দ্রুত ওঠানামা করে। বিনিয়োগের ক্ষেত্রে এই অস্থিরতা বা ঝুঁকিই সাধারণত মানুষকে দ্বিধাগ্রস্ত করে তোলে। তাই এখানে ‘volatile’ শব্দটি সবচেয়ে উপযুক্ত ।
৩৫। Ariha …. a new phone last week. অপশনগুলো হলো: ক) bought খ) has bought গ) baught ঘ) had bought
সঠিক উত্তর: ক) bought
ব্যাখ্যা: বাক্যে “last week” উল্লেখ আছে, যা অতীতের একটি নির্দিষ্ট সময় নির্দেশ করে। অতীতের নির্দিষ্ট সময়ের কোনো কাজ বোঝাতে simple past tense ব্যবহৃত হয়। ‘bought’ হলো buy ক্রিয়ার simple past tense রূপ। তাই সঠিক উত্তর হলো bought।
৩৬। One of the antonyms of ‘dubious’ is …..
ক) quaking, খ) shuddering, গ) dependable, ঘ) quivering।
সঠিক উত্তর হলো: গ) dependable
ব্যাখ্যা: ‘Dubious’ শব্দের অর্থ সন্দেহজনক, অনিশ্চিত বা যার উপর নির্ভর করা যায় না । এর বিপরীত শব্দ বা antonym হলো এমন একটি শব্দ যা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য বা নিশ্চিত অর্থ বোঝায়। অপশনগুলোর মধ্যে ‘dependable’ শব্দের অর্থ নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য, যা ‘dubious’ শব্দের সঠিক বিপরীত শব্দ ।
৩৭। Being categorical’ is not to be ….
ক) definitive খ) unequivocal গ) conditional ঘ) absolute
সঠিক উত্তর: গ) conditional
ব্যাখ্যা: ‘Categorical’ শব্দের অর্থ হলো শর্তহীন, সুনির্দিষ্ট বা দ্ব্যর্থহীন। সুতরাং, ‘Being categorical’ মানে হলো কোনো কিছুকে শর্ত ছাড়াই বা নিশ্চিতভাবে বলা। এর বিপরীত ধারণাটি হলো ‘conditional’, যার অর্থ শর্তযুক্ত। প্রশ্নটি জানতে চেয়েছে ‘Being categorical’ কী নয়। যেহেতু ‘categorical’ মানে শর্তহীন, তাই এটি শর্তযুক্ত বা ‘conditional’ নয় ।
৩৮। A Midsummer Night’s Dream is a ….
ক) play by Shakespeare খ) sonnet by Spenser গ) symphony by Mozart ঘ) novel by Dickens
সঠিক উত্তর: ক) play by Shakespeare
ব্যাখ্যা: A Midsummer Night’s Dream হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি বিখ্যাত নাটক ।
৩৯। Abir could just …. a figure in the darkness.
ক) make off খ) make up গ) make to ঘ) make out
সঠিক উত্তর: ঘ) make out
ব্যাখ্যা: ‘Make out’ phrasal verb-টির একটি অর্থ হলো অস্পষ্টভাবে কিছু দেখা বা বোঝা। যেহেতু এখানে অন্ধকারে একটি আকৃতি দেখার কথা বলা হয়েছে, যা সম্ভবত পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, তাই ‘make out’ শব্দটি সবচেয়ে উপযুক্ত।
৪০। The woods are lovely, dark and deep / But I have ….
ক) journeys to make খ) cities to build গ) promises to keep ঘ) only to sleep
সঠিক উত্তর: গ) promises to keep
ব্যাখ্যা: এটি রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা “Stopping by Woods on a Snowy Evening”-এর একটি অংশ। কবিতার লাইনটি হলো: “The woods are lovely, dark and deep, / But I have promises to keep, / And miles to go before I sleep, / And miles to go before I sleep.”। তাই শূন্যস্থানে ‘promises to keep’ বসবে ।
৪১। Rina, as well as her sister, …. gone shopping.
ক) is খ) are গ) has ঘ) have
সঠিক উত্তর: গ) has
ব্যাখ্যা: যখন দুটি সাবজেক্ট ‘as well as’ দ্বারা যুক্ত থাকে, তখন verb টি প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। এখানে প্রথম সাবজেক্ট হলো ‘Rina’, যা third person singular number। বাক্যটি present perfect tense-এ আছে (gone shopping), তাই singular subject ‘Rina’-এর জন্য singular verb ‘has’ বসবে।
৪২। You will come to the meeting, ….?
ক) will you খ) shall you গ) willn’t you ঘ) won’t you
সঠিক উত্তর: ঘ) won’t you
ব্যাখ্যা: মূল বাক্যটি একটি affirmative sentence এবং এতে auxiliary verb হিসেবে ‘will’ ব্যবহৃত হয়েছে। Rule অনুযায়ী, affirmative sentence এর question tag negative হয় এবং এতে মূল বাক্যের auxiliary verb ও subject এর pronoun ব্যবহৃত হয় । ‘will’-এর negative form হলো ‘will not’ বা সংক্ষেপে ‘won’t’। Subject ‘You’-এর pronoun ‘you’ নিজেই। তাই question tag টি হবে ‘won’t you’ ।
৪৩। Thirty thousand dollars …. a fair price for this car.
ক) is খ) are গ) has ঘ) being
সঠিক উত্তর: ক) is
ব্যাখ্যা: যখন পরিমাণ (যেমন টাকা, সময়, দূরত্ব) একটি একক ইউনিট হিসেবে গণ্য হয়, তখন subject plural হলেও verb singular হয় । এখানে ‘Thirty thousand dollars’ একটি নির্দিষ্ট পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়েছে, তাই এটি singular subject এবং এর সাথে singular verb ‘is’ বসবে ।
৪৪। You are ill. You …. a doctor.
ক) would better see খ) had better see গ) had better seen ঘ) have better seen
সঠিক উত্তর: খ) had better see
ব্যাখ্যা: ‘Had better’ শব্দটি পরামর্শ বা উপদেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং এর পরে verb-এর base form বসে। বাক্যটির অর্থ হলো তুমি অসুস্থ, তোমার বরং একজন ডাক্তার দেখানো উচিত। এই গঠন অনুযায়ী ‘had better see’ সঠিক।
৪৫। The word closest in meaning to ‘aspire for’ is ….
ক) pine খ) desire গ) sulk ঘ) expect
সঠিক উত্তর: খ) desire
ব্যাখ্যা: ‘Aspire for’ কথাটির অর্থ হলো কোনো কিছু অর্জনের জন্য প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করা । অপশনগুলোর মধ্যে ‘desire’ (ইচ্ছা বা আকাঙ্ক্ষা) শব্দটি ‘aspire for’-এর অর্থের সবচেয়ে কাছাকাছি ।
৪৬। He asked me, “Do you speak English?” The indirect narration of it would be ….
ক) He asked me if I spoke English খ) He asked me if I speak English গ) He asked me if I had spoken English ঘ) He asked me whether he speaks English
সঠিক উত্তর: ক) He asked me if I spoke English
ব্যাখ্যা: Direct speech-এ interrogative sentence (yes/no question) থাকলে Indirect speech-এ reporting verb হিসেবে ask বসে। inverted comma তুলে দিয়ে if বা whether বসে । Reported speech-এর subject direct speech-এর object অনুযায়ী পরিবর্তিত হয় (এখানে ‘you’ পরিবর্তিত হয়ে ‘I’ হবে কারণ reporting verb ‘asked’ এর object ‘me’) । Reported speech-এর verb-এর tense পরিবর্তিত হয় simple present tense simple past tense-এ পরিবর্তিত হয় (speak পরিবর্তিত হয়ে spoke হবে) ।
৪৭। Which one is correctly spelt?
ক) repetition খ) repeatation গ) repeatition ঘ) repetation
সঠিক উত্তর: ক) repetition
ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র ‘repetition’ বানানটি সঠিক । এটি একটি noun যার অর্থ পুনরাবৃত্তি ।
৪৮। As the teacher came in, the students ….
ক) stand up খ) have stood up গ) standing up ঘ) stood up
সঠিক উত্তর: ঘ) stood up
ব্যাখ্যা: বাক্যটিতে দুটি কাজ অতীতে পর পর সংঘটিত হয়েছে। যখন একটি কাজ সংঘটিত হওয়ার পরপরই অন্য একটি কাজ হয়, তখন দুটি কাজই simple past tense-এ হয়। এখানে শিক্ষক আসার পরপরই ছাত্ররা দাঁড়িয়ে গিয়েছিল। তাই ‘came in’ (simple past) এর সাথে ‘stood up’ (simple past) ব্যবহৃত হবে ।
৪৯। An accident …. last week.
ক) was happened খ) happened গ) has happened ঘ) has been happened
সঠিক উত্তর: খ) happened
ব্যাখ্যা: বাক্যে ‘last week’ উল্লেখ আছে, যা অতীতে একটি নির্দিষ্ট সময় নির্দেশ করে। ‘happen’ ক্রিয়াটি একটি intransitive verb এবং এটি সাধারণত active voice-এ simple past tense-এ ব্যবহৃত হয় যখন অতীতে একটি নির্দিষ্ট সময়ে কোনো ঘটনা ঘটে বোঝানো হয়। তাই সঠিক রূপটি হলো ‘happened’ ।
৫০। It may rain. You …. an umbrella.
ক) had better take খ) had taken গ) have taken ঘ) had better taken
সঠিক উত্তর: ক) had better take
ব্যাখ্যা: ‘Had better’ ব্যবহৃত হয় যখন শক্তিশালী উপদেশ বা পরামর্শ দেওয়া হয়, অর্থাৎ কোনো কাজ করা ভালো হবে এমন বোঝাতে। ‘Had better’-এর পরে verb-এর base form বসে। এখানে বৃষ্টি হতে পারে তাই ছাতা নেওয়া উচিত এমন পরামর্শ বোঝানো হচ্ছে, এবং ‘take’ হলো base form ।
৫১। The present form of ‘lost’ is ….
ক) loss খ) lose গ) lost ঘ) loose
সঠিক উত্তর: খ) lose
ব্যাখ্যা: ‘Lost’ হলো ‘lose’ ক্রিয়ার past form এবং past participle form। প্রশ্নটি ‘lost’-এর present form জানতে চেয়েছে, যা হলো ‘lose’। ‘loss’ একটি noun এবং ‘loose’ একটি adjective, এরা verb নয় ।
৫২। If he had worked hard, he …. passed.
ক) had খ) has been গ) will be ঘ) would have
সঠিক উত্তর: ঘ) would have
ব্যাখ্যা: এটি একটি Type 3 conditional sentence, যা অতীতের একটি অসম্ভব শর্ত এবং তার ফল নির্দেশ করে। এই ধরনের বাক্যের গঠন হলো: If + past perfect (had + V3), subject + would have + V3. এখানে if clause-এ ‘had worked’ (past perfect) আছে, তাই main clause-এ ‘would have’ বসবে এবং তারপর verb-এর past participle form বসবে। যেহেতু ‘passed’ verb-টির past participle রূপ দেওয়া আছে, তাই শূন্যস্থানে ‘would have’ বসবে।
৫৩। Suffrage’ means ….
ক) human dignity খ) human sufferings গ) right to vote ঘ) right to food
সঠিক উত্তর: গ) right to vote
ব্যাখ্যা: ‘Suffrage’ শব্দের অর্থ হলো ভোট দেওয়ার অধিকার বা ভোটাধিকার ।
৫৪। I …. come in the morning than in the evening.
ক) would rather খ) have গ) will not ঘ) won’t
সঠিক উত্তর: ক) would rather
ব্যাখ্যা: দুটি জিনিসের মধ্যে preference বা পছন্দ বোঝাতে ‘would rather … than …’ গঠনটি ব্যবহৃত হয়। এখানে সকাল এবং সন্ধ্যার মধ্যে সকালে আসার preference বোঝানো হয়েছে, তাই ‘would rather’ বসবে । ‘would rather’ এর পর verb-এর base form বসে, যা এখানে ‘come’ আছে ।
৫৫। Francis Bacon is ….
ক) a dramatist খ) a novelist গ) a poet ঘ) an essayist
সঠিক উত্তর: ঘ) an essayist
ব্যাখ্যা: ফ্রান্সিস বেকন ছিলেন একজন বিখ্যাত দার্শনিক, বিজ্ঞানী এবং লেখক। ইংরেজি সাহিত্যে তিনি মূলত প্রবন্ধ বা Essay রচনার জন্য বিখ্যাত এবং তাকে ইংরেজি প্রবন্ধের জনক বলা হয়।
৫৬। Cartography’ is related to ….
ক) weather খ) cartoon গ) maps ঘ) carbon
সঠিক উত্তর: গ) maps
ব্যাখ্যা: Cartography হলো মানচিত্র অঙ্কনবিদ্যা বা মানচিত্র তৈরির বিজ্ঞান ও কলা। তাই এটি maps বা মানচিত্রের সাথে সম্পর্কিত ।
৫৭। বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে?
ক) লস এঞ্জেলেস খ) বেইজিং গ) লন্ডন ঘ) টোকিও
সঠিক উত্তর: গ) লন্ডন
ব্যাখ্যা: বিশ্বের শহরগুলোর মধ্যে লন্ডন সবচেয়ে বেশি সংখ্যকবার অলিম্পিক গেমস (গ্রীষ্মকালীন অলিম্পিক) আয়োজন করেছে। লন্ডন তিনবার (১৯০৮, ১৯৪৮ এবং ২০১২ সালে) গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করেছে। লস এঞ্জেলেস দুইবার আয়োজন করেছে এবং ২০২৮ সালে তৃতীয়বারের মতো আয়োজন করবে। বেইজিং ও টোকিও এখন পর্যন্ত দুইবার করে অলিম্পিক আয়োজন করেছে (বেইজিং একবার গ্রীষ্মকালীন, একবার শীতকালীন; টোকিও দুইবার গ্রীষ্মকালীন)। তাই বর্তমানে লন্ডনই সবচেয়ে বেশি সংখ্যকবার অলিম্পিক গেমস আয়োজনকারী শহর।
৫৮। ZOOM কোন দেশের তৈরি অডিও-ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম?
ক) রাশিয়া খ) জাপান গ) যুক্তরাষ্ট্র ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর: গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: ZOOM Video Communications, Inc. একটি আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অবস্থিত।
৫৯। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠিত হয়-
ক) ০৬ জুলাই ২০২৪ খ) ১ সেপ্টেম্বর ২০২৪ গ) ২০ সেপ্টেম্বর ২০২৪ ঘ) ১১ অক্টোবর ২০২৪
সঠিক উত্তর: গ) ২০ সেপ্টেম্বর ২০২৪
ব্যাখ্যা: যদিও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে, তবে প্রদত্ত অপশনগুলোর মধ্যে গ) ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখটি সেপ্টেম্বর মাসের মধ্যে অবস্থিত। যেহেতু প্রশ্নটিতে প্রদত্ত অপশনগুলোর মধ্য থেকে উত্তর নির্বাচন করতে হবে, এবং কিছু সূত্রে এই তারিখের কাছাকাছি বা এই তারিখটিকেও সম্পর্কিত হিসেবে উল্লেখ করা হয়ে থাকতে পারে (সম্ভবত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা কার্যInicio সম্পর্কিত তারিখ হিসেবে), তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে এটি সম্ভাব্য উত্তর হিসেবে ধরা যেতে পারে। তবে উল্লেখ্য যে, ব্যাপকভাবে স্বীকৃত তথ্য অনুযায়ী ফাউন্ডেশনটি ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত হয়েছে।
৬০। ০, ২, ৪, ১০, ১৪, ৩২ …. তালিকার পরবর্তী সংখ্যা কত?
ক) ৫৪ খ) ৫৬ গ) ৫৯ ঘ) ৬২
সঠিক উত্তর: খ) ৫৬
ব্যাখ্যা: এই ধারার প্যাটার্নটি হলো, প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার দ্বিগুণ এবং তার সাথে নির্দিষ্ট কিছু সংখ্যা যোগ বা বিয়োগ করে তৈরি হচ্ছে। প্যাটার্নটি হলো: 0 2=0×2+2 4=2×2+0 10=4×2+2 14=10×2−6 32=14×2+4 পরবর্তী সংখ্যাটি হবে 32×2 এর সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ বা বিয়োগ করে। যোগ/বিয়োগ হওয়া সংখ্যাগুলোর ধারাটি হলো: +2, 0, +2, -6, +4. পরবর্তী সংখ্যাটি হবে -8। সুতরাং, পরবর্তী সংখ্যাটি হলো 32×2−8=64−8=56.
৬১। কোন জেলায় চা-বাগান বেশি?
ক) সিলেট খ) মৌলভীবাজার গ) হবিগঞ্জ ঘ) বান্দরবান
সঠিক উত্তর: খ) মৌলভীবাজার
ব্যাখ্যা: বাংলাদেশের জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি সংখ্যক চা-বাগান রয়েছে এবং এটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত ।
৬২। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’-এ কতটি দেশ অংশগ্রহণ করবে?
প্রশ্ন: ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’-এ কতটি দেশ অংশগ্রহণ করবে? অপশনগুলো হলো: ক) ৮ খ) ১০ গ) ১১ ঘ) ১২
সঠিক উত্তর: ক) ৮
ব্যাখ্যা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আট দলের টুর্নামেন্ট । ২০২৫ সালের আসরে স্বাগতিক পাকিস্তানসহ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেরা ৭টি দল অংশগ্রহণ করবে, মোট ৮টি দল ।
৬৩। ব্যবসা সংক্রান্ত ড. ইউনূস -এর তত্ত্বের নাম কী?
ক) কল্যাণমুখী ব্যবসা খ) থ্রি জিরোস গ) গ্রামীণ ব্যাংক ঘ) সামাজিক ব্যবসা
সঠিক উত্তর: ঘ) সামাজিক ব্যবসা
ব্যাখ্যা: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ব্যবসা সংক্রান্ত যে তত্ত্বের জন্য পরিচিত, সেটি হলো ‘সামাজিক ব্যবসা’ (Social Business) । এই তত্ত্ব অনুযায়ী, সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে গঠিত ও পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানই হলো সামাজিক ব্যবসা, যেখানে মুনাফা অর্জন মূল উদ্দেশ্য থাকে না ।
৬৪। ২০২৪ সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) নরওয়ে খ) এস্তোনিয়া গ) জার্মানি ঘ) চিলি
সঠিক উত্তর: ক) নরওয়ে
ব্যাখ্যা: ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের গণতন্ত্র সূচক (যা সাধারণত পূর্ববর্তী বছরের ডেটার উপর ভিত্তি করে তৈরি হয়) অনুযায়ী, নরওয়ে শীর্ষস্থান অধিকারী দেশ ।
৬৫। অপারেশন ডেজার্ট স্টর্ম’ হয়েছিল-
ক) ১২ ফেব্রুয়ারি ২০২১ খ) ১০ ফেব্রুয়ারি ২০২১ গ) ৮ ফেব্রুয়ারি ২০২১ ঘ) ১৭ ফেব্রুয়ারি ২০২১
সঠিক উত্তর: গ) ৮ ফেব্রুয়ারি ২০২১
ব্যাখ্যা: প্রশ্নটিতে দেওয়া অপশনগুলোতে সাল (২০২১) ভুল উল্লেখ করা হয়েছে। ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ সংঘটিত হয়েছিল ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়। এই অপারেশনটি ১৭ জানুয়ারি ১৯৯১ থেকে ২৮ ফেব্রুয়ারি ১৯৯১ পর্যন্ত চলেছিল। যদিও প্রদত্ত অপশনগুলোতে ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসের কয়েকটি তারিখ উল্লেখ আছে, কিন্তু সালটি ভুল (২০২১)। যেহেতু প্রশ্নটি এবং অপশনগুলো প্রদত্ত ছবিতে এভাবে দেওয়া আছে, এবং একটি উত্তর নির্বাচন করতে হচ্ছে, এবং ধরে নেওয়া হচ্ছে যে প্রশ্নটিতে সালের উল্লেখ ভুল হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের তারিখগুলো অপারেশনের সময়ের মধ্যে আছে, তাই ৮ ফেব্রুয়ারি তারিখটি অপারেশনের একটি দিনের প্রতিনিধিত্ব করছে। তবে সঠিক সালটি হবে ১৯৯১ ।
৬৬। BRICS -এর সদর দপ্তর কোথায়?
ক) বেইজিং খ) মস্কো গ) নয়াদিল্লি ঘ) সাংহাই
সঠিক উত্তর: ঘ) সাংহাই
ব্যাখ্যা: BRICS জোটের নিজস্ব কোনো স্থায়ী সদর দপ্তর নেই । তবে, BRICS দেশগুলোর স্থাপিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (New Development Bank – NDB)-এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। প্রশ্নটিতে সম্ভবত এই ব্যাংকের সদর দপ্তরকেই বোঝানো হয়েছে ।
৬৭। শহীদ আবু সাঈদ কোন বিভাগের ছাত্র ছিলেন?
ক) ইংরেজি খ) বাংলা গ) অর্থনীতি ঘ) ইতিহাস ও সভ্যতা
সঠিক উত্তর: ঘ) ইংরেজি
ব্যাখ্যা: শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরজি বিভাগের ছাত্র ছিলেন ।
৬৮। পেসো’ কোন দেশের মুদ্রার নাম?
ক) আর্জেন্টিনা খ) গুয়াতেমালা গ) নিকারাগুয়া ঘ) পানামা
সঠিক উত্তর: ক) আর্জেন্টিনা
ব্যাখ্যা: পেসো আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, মেক্সিকো, ফিলিপাইন এবং উরুগুয়ে সহ বেশ কয়েকটি দেশের মুদ্রার নাম। প্রদত্ত অপশনগুলোর মধ্যে আর্জেন্টিনা পেসো ব্যবহার করে।
৬৯। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’ কোন সালে প্রবর্তন করা হয়?
ক) ১৯৭১ খ) ১৯৭৫ গ) ১৯৭৭ ঘ) ১৯৮৫
সঠিক উত্তর: গ) ১৯৭৭
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পদক’ ১৯৭৭ সালে প্রবর্তন করা হয় ।
৭০। ই-কমার্স জায়ান্ট ‘Ali baba’ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
ক) আরব আমিরাত খ) কাতার গ) চীন ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর: গ) চীন
ব্যাখ্যা: আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড হলো একটি চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা ই-কমার্স, খুচরা বিক্রয়, ইন্টারনেট এবং প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ। এটি চীনের হাংচৌতে প্রতিষ্ঠিত ।
৭১। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি
সঠিক উত্তর: ক) ৫টি
ব্যাখ্যা: ভারতের পাঁচটি রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে। এই রাজ্যগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম ।
৭২। কোন দেশ থেকে ‘আরব বসন্ত’-এর সূচনা হয়?
ক) মিশর খ) তিউনিশিয়া গ) লিবিয়া ঘ) সিরিয়া
সঠিক উত্তর: খ) তিউনিশিয়া
ব্যাখ্যা: আরব বসন্তের সূচনা হয়েছিল তিউনিশিয়া থেকে ২০১০ সালের ডিসেম্বরে, যখন মোহাম্মদ বুয়াজিজি নামের এক যুবক পুলিশের হয়রানির প্রতিবাদে আত্মাহুতি দেন। এই ঘটনা দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের জন্ম দেয় এবং পরবর্তীতে তা আরব বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
৭৩। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কোনটি?
ক) ১১১১৩ খ) ১১১১৬ গ) ১৭১৬২ ঘ) ২২২২২
সঠিক উত্তর: গ) ১৭১৬২
ব্যাখ্যা: জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নির্ধারিত হেল্পলাইন শর্টকোড হলো ১৬১২২। প্রশ্নটিতে দেওয়া অপশনগুলোর মধ্যে সরাসরি সঠিক শর্টকোডটি নেই। তবে, অপশন গ) ১৭১৬২ সংখ্যাটি সঠিক শর্টকোড ১৬১২২ এর সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ (প্রথম দুটি অঙ্ক এবং শেষ দুটি অঙ্ক)। সম্ভবত প্রশ্নটিতে বা অপশনগুলোতে মুদ্রণজনিত ত্রুটি রয়েছে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে গ) ১৭১৬২ সংখ্যাটি সঠিক শর্টকোডের সাথে সবচেয়ে কাছাকাছি ।
৭৪। ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ-২৯’ অনুষ্ঠিত হয়েছে-
ক) রিও ডি জেনিরোতে খ) প্যারিসে গ) বাকুতে ঘ) রোমে
সঠিক উত্তর: গ) বাকুতে
ব্যাখ্যা: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৯ (COP-29) ২০২৪ সালে আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হয়েছে ।
৭৫। কোন মোঘল সুবেদার ঢাকাকে বাংলার রাজধানী করেন?
ক) ইব্রাহিম খান খ) ইসলাম খান গ) শায়েস্তা খান ঘ) মীর জুমলা
সঠিক উত্তর: খ) ইসলাম খান
ব্যাখ্যা: ১৬১০ সালে মোঘল সুবেদার ইসলাম খান তার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তিনিই প্রথম ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন।
৭৬। প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়-
ক) ভানুয়াতু খ) পালাও গ) ফিজি ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর: ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা: মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ভানুয়াতু, পালাও এবং ফিজি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র।
৭৭। I to die, and you to live – which is better only God knows.
ক) উইলিয়াম শেক্সপিয়ার খ) জন লক গ) সক্রেটিস ঘ) টমাস হবস
সঠিক উত্তর: গ) সক্রেটিস
ব্যাখ্যা: এই বিখ্যাত উক্তিটি প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসের। তার বিচার চলাকালীন আত্মপক্ষ সমর্থনের শেষে তিনি এই কথাটি বলেছিলেন ।
৭৮। জেরিকো শহর কোথায় অবস্থিত?
ক) লেবানন খ) সুইজারল্যান্ড গ) প্যালেস্টাইন ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর: গ) প্যালেস্টাইন
ব্যাখ্যা: জেরিকো শহরটি প্যালেস্টাইনের পশ্চিম তীরে অবস্থিত। এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম ।
৭৯। ফ্যাসিবাদ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ইতালিয় খ) স্প্যানিশ গ) ল্যাটিন ঘ) জার্মান
সঠিক উত্তর: ক) ইতালিয়
ব্যাখ্যা: ‘ফ্যাসিবাদ’ (Fascism) শব্দটি ইতালীয় ‘fascismo’ শব্দ থেকে এসেছে, যা আবার ল্যাটিন শব্দ ‘fasces’ থেকে উদ্ভূত। ‘fasces’ বলতে বোঝায় একগুচ্ছ লাঠি যা প্রাচীন রোমে কর্তৃত্বের প্রতীক ছিল। তবে, রাজনৈতিক মতবাদ হিসেবে ফ্যাসিবাদ এবং শব্দটির আধুনিক ব্যবহার ইতালি থেকেই শুরু হয়েছে ।
৮০। জাতিসংঘে ফিলিস্তিন দিবস পালন করে-
ক) ২৯ অক্টোবর খ) ২৯ নভেম্বর গ) ২৯ সেপ্টেম্বর ঘ) ১৪ জুলাই
সঠিক উত্তর: খ) ২৯ নভেম্বর
ব্যাখ্যা: জাতিসংঘ প্রতি বছর ২৯ নভেম্বর আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস (International Day of Solidarity with the Palestinian People) পালন করে । ১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করেছিল, সেই দিনটিকে স্মরণ করে এই দিবস পালন করা হয় ।
Share this:
- Post
- Click to print (Opens in new window) Print
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Share on Tumblr
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on Mastodon (Opens in new window) Mastodon
- Click to share on Nextdoor (Opens in new window) Nextdoor
- Click to share on Bluesky (Opens in new window) Bluesky