RU Admission (Unit B) Question and Answer 2024-25

(1) Which of the following is the main theme of the poem “The Road Not Taken” by Robert Frost?

A) Nature’s beauty

B) Life choices

C) Love and loss

D) The passage of time

Answer: B


(2) Which of the following is an example of an allusion?

A) She was as calm as a breeze.

B) The classroom was a zoo.

C) He was as brave as Hercules.

D) His smile was a ray of sunshine.

Answer: C

 

(3) মুদ্রাস্ফীতি জনিত সমস্যা মোকাবেলায় কোন অবচয় পদ্ধতি সুবিধা জনক?

ক) অবচয় ভান্ডার পদ্ধতি খ) প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি গ) পুনঃ মূল্যায়ন পদ্ধতি ঘ) স্থির কিস্তি পদ্ধতি

Answer: গ) 

(4) মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি?

ক) সম্পর্ক খ) সম্মতি গ) মুনাফা ঘ) সম্পত্তি

Answer: খ) 


(5) হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী মজুদমান মূল্যায়ন করা হবে?

ক) সামঞ্চস্যতা খ) রক্ষণশীলতা গ) পুর্ণপ্রকাশ ঘ) মিল করন নীতি

Answer: খ) 


(6) ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি

ক) ক্রয় বাট্টা খ) বিক্রয় বাট্টা গ) নগদ বাট্টা ঘ) পরিমাণ বাট্টা

Answer: গ) 


(7) I  remember   by me and offering me encouragement.

Answer: C

(8) By the time we arrived, the show ____ already _____.

a) Has, started

b) Have, started

c) Was, started

d) Had, started

had, started

Answer: D


(9) Change the voice

He does not like people laughing at him.

A) People laughing at him are not liked by him.

B) To be laughed at by people are not liked by him.

C) He does not like being laughed at.

D) He does not like him being laughed at by people.

Answer: C.


(10) The word ‘permissive’ implies:

A) Humble

B) law-abiding

C) submissive

D) liberal

Answer: D

 

(11) The sun went down. The underlined word is used here as a/an:

A) adjective
B) preposition
C) adverb
D) conjunction

Answer: C

(12) Analogy – After : before

A) successor : predecessor
B) present : past
C) first : second
D) contemporary : historic

 Answer: A


(13) Do you know __________?

A) where from she comes
B) where does she come from
C) where she comes from
D) from where does she come

Answer: C


(14) He went to __ hospital because he had __ heart attack.

A) no article, the
B) no article, a
C) the, a
D) the, the

Answer: B


(15)He asked me why I was late.

A) Adverb clause
B) Adjective clause
C) Noun clause
D) Principal clause

Answer: C


(16) একটি মেশিনের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা, পরিবহন খরচ ৫০,০০০ টাকা, সংস্থাপন খরচ ২০,০০০ টাকা । প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৩৫,০০০ টাকা । ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে ২য় বছরের অবচয় হবে

ক) ২,৮৫,০০০ টাকা

খ) ১,৪২,০০০ টাকা

গ) ১,০৬,৮৭৫ টাকা

ঘ) ১,৩৮,৭৫০ টাকা
Answer: 


(17) নিচের কোনটি রুপান্তর ব্যয়ের অংশ নয়

ক) প্রত্যক্ষ কাঁচামাল

খ) প্রত্যক্ষ মজুরি

গ) পরোক্ষ কাঁচামাল

ঘ) পরোক্ষ মজুরি

Answer:  ঘ


(18)নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়?

ক) আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি

খ) বাকিতে পণ্য বিক্রয়

গ) অবচয়

ঘ) সরবরাহকারীকে নগদ প্রদান

Answer: ঘ


(19) একটি কোম্পানি বিনামূল্য বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৫:১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল । বণ্টনকৃত এই শেয়ারকে বলা হয়-

ক) রাইট শেয়ার

খ) বোনাস শেয়ার

গ) অগ্রাধিকার শেয়ার

ঘ) সাধারণ শেয়ার

Answer: 


(20) অনুপার্জিত আয়ের সময় দাখিলা-

ক) দায় হ্রাস ও রাজস্ব আয় বৃ্দ্ধি করে

খ) দায় হ্রাস ও রাজস্ব আয় হ্রাস করে

গ) সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি করে

ঘ) সম্পত্তি বৃদ্ধি ও রাজস্ব বৃদ্ধি করে

Answer: ঘ


(21) কালাম্ভিক মজুদ রক্ষণ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাবটি থাকবে না

ক) বিক্রয়কৃত পণ্যের ব্যয়

খ) ক্রয়

গ) ক্রয় পরিবহন

ঘ) ক্রয় বাট্টা

Answer: ঘ


(22) প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, পণ্য ক্রয় ৩২,৫০০ টাকা, সমাপণী মজুদ পণ্য ৯,৫০০ টাকা । মোট লাভ ব্যয়ের ২০% । বিক্রয়কৃত পণ্যের ব্যয় কত?

ক) ৩৯,৬০০ টাকা

খ) ৩২,৫০০ টাকা

গ) ৩৩,০০০ টাকা

ঘ) ৩৫,০০০ টাকা

Answer: গ


(23) একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন ধরনের অনুপস্থিত থাকে?

ক) সম্পত্তিবাচক

খ) ব্যক্তিবাচক

গ) নামিক

ঘ) দায়বাচক

Answer: ঘ


(24) Analogy – Government : Tax

A) Student : Fees
B) Orange : Price
C) Company : Profit
D) Chairman : Parliament

Answer: A

 

(25) Analogy – Square : Cube

A) Circle : Sphere
B) Triangle : Hexagon
C) Addition : Subtraction
D) None

Answer: A


(26) He accused the member of the parliament of fabricating the statistics.

The alternatives to replace the word “fabricating” are:

A) Lying about
B) Exaggerating
C) Manipulating
D) Concealing

Answer: C


(27) Choose the appropriate word as antonym: Meticulous

A) Moral
B) Colossal
C) Careless
D) Harsh

Answer: C

 

(28) Choose the word that is correctly spelt:

A) Remittance
B) Remmittance
C) Remitttence
D) Remmience

Answer: A


(29) জামদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে

ক) আরবি

 খ) ফারসি

 গ) তুর্কি

ঘ) হিন্দি

Answer: 


(30) চর্যাপদ বাংলা ভাষায় রচিত- এ বিষয়টি প্রথম কে প্রমাণ করেন?

ক) সুকুমার সেন

খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ) হর প্রসাদ শাস্ত্রী

ঘ) ড. সুনীতিকুমার চট্টোপাধায়

Answer: 


(31) ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে?

ক) উচ্চস্তরে

খ) মধ্যস্তরে

গ) নিম্নস্তরে

ঘ) কোনটি নয়

Answer: 


(32) প্রকল্প নিচের কোন ধরনের শেয়ার?

ক) একার্থক

খ) স্থায়ী

গ) বিভাগীয়

ঘ) কৌশলগত

Answer: 


(33) উত্তম নির্দেশনা বৈশিষ্ট্যর অন্তর্ভুক্ত নয়

ক) যৌক্তিকতা

খ) স্পষ্টতা

গ) পূর্ণাঙ্গতা

ঘ) নিরপেক্ষতা

Answer: ঘ


(34) নন-পার্টিসিপেটিং শেয়ার কোন ধরনের শেয়ার?

ক) সাধারণ

খ) অগ্রাধিকার

গ) বিলম্বিত

ঘ) কোনটিই নয়

Answer: খ


(35) ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন

ক) এফ ডব্লিউ টেইলর

খ)  হেনরি ফেয়ল

গ) প্লেটো

ঘ) সক্রেটিস

Answer: ঘ


(36) নিচের কোনটি দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণ উপাদান?

ক) সাফল্য

খ) কর্ম পরিবেশ

গ) স্বীকৃত

ঘ) পুরষ্কার

Answer: খ


(37) ব্যবসায়ের প্রথম ও মৌল কাজ কি?

ক) পণ্য সরবরাহ

খ) বণ্টন

গ) উৎপাদন

ঘ) সেবা প্রদান

Answer: গ


(38) আখ থেকে চিনি কোন শিল্পের অন্তর্গত?

ক) বিশ্লেষণমূলক

খ) যৌগিক

গ) সংযোজন

ঘ) প্রক্রিয়াজাত শিল্প

Answer: ক


(39) আইন দ্বারা কোম্পানি সৃষ্টি হয় এবং আইনই এর সমাপ্তি ঘটায়- বাক্যটি দ্বারা নিম্নের কোনটিকে বুঝানো হয়েছে?

ক) আইন সৃষ্ট

খ) পৃথক আইনসত্ত্বা

গ) চিরন্তন অস্তিত্ব

ঘ) বিলুপ্তি

Answer: ক


(40) একটি অংশীদারী ব্যবসায়ে ন্যূনতম একজন———– অংশীদার থাকা আবশ্যক

ক) বিশেষ

খ) সাধারণ

গ) সীমিত

ঘ) কার্যকরী

Answer: খ


(41) নিম্নের কোনটি কোম্পানি গঠন প্রক্রিয়ার অংশ নয়?

ক) প্রমোশন

খ) ইনকর্পোরেশন

গ) ন্যূনতম চাঁদা

ঘ) ফ্লোয়েটেশন

Answer: গ


(42) একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক দায়িত্ব কোনটি?

ক) সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ

খ) কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন

গ) তথ্য সংগ্রহ করা

ঘ) কর্মীদের মধ্যে মুনাফা বন্টন করা

Answer: খ


(43) “প্রাতরাশ” এর সন্ধি বিচ্ছেদ-

(ক) প্রাত+রাশ

(খ) প্রাতঃ+রাশ

(গ) প্রাতঃ+আশ

(ঘ) প্রাতঃ+আশ

Answer: খ


(44) ‘বৈষম্যবিরোধী’ শব্দটি যে সমাসে নিষ্পন্ন –

(ক) দ্বন্দ্ব

(খ) তৎপুরুষ

(গ) কর্মধারয়

(ঘ) বহুব্রীহি

Answer: ঘ


(45) কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ উপাধি কে দিয়েছেন?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Answer: গ


(46) তৎসম শব্দ কোন গুলো?

(ক) পত্র, কেষ্ট, ভাব, সমুদ্র

(খ) টোপর, কলস, নক্ষত্র, অনল

(গ) সূর্য, চন্দ্র, সর্প, গিরি

(ঘ) আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক

Answer: গ


 (47) কাঁচা-মিঠা
এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) কাঁচা ও
মিঠা

(খ) যা কাঁচা
তাই মিঠা

(গ) কাঁচা মিঠা

(ঘ) কাঁচামিঠা

Answer: খ

 

(48) ‘আঠারো
বছর বয়স’ – কবিতাটি কোন ছন্দে রচিত?

(ক) স্বরবৃত্ত
ছন্দ

(খ) মাত্রাবৃত্ত
ছন্দ

(গ) অক্ষরবৃত্ত
ছন্দ

(ঘ) অমিত্রাক্ষর
ছন্দ

Answer: গ

 

(49) যে হিসাবটি
হিসাববছর শেষে বন্ধ করে দেওয়া হয় –

(ক) মূলধন

(খ) অনুপার্জিত
আয়

(গ) অগ্রিম
বীমা

(ঘ) উত্তোলন

Answer: ঘ

 

(50) একটি মজুদ
পণ্যের ক্রয়মূল্য ১৫,৫০০ টাকা ও বাজারমূল্য ১২,৫০০ টাকা, বছর শেষে মজুদ পণ্য গণনা থেকে
বাদ পড়ে। এটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসার মুনাফার উপর কিরূপ প্রভাব ফেলবে?

(ক) মুনাফা
১৫,৫০০ টাকা হ্রাস পাবে

(খ) মুনাফা
৩,০০০ টাকা হ্রাস পাবে

(গ) মুনাফা
৩,০০০ টাকা বৃদ্ধি পাবে

(ঘ) মুনাফা
১২,৫০০ টাকা বৃদ্ধি পাবে

 Answer: ঘ

 

(51) পাওনাদারকে
দেওয়া ৩,৫২০ টাকার চেক ভুলে নগদান বইতে ৩,২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয়
বিবরণীতে কিভাবে দেখাতে হবে?

(ক) নগদ বইয়ের
সাথে যোগ হবে ২৭০ টাকা

(খ) ব্যাংক
বিবরণীর সাথে যোগ হবে ২৭০ টাকা

(গ) নগদ বই
থেকে বিয়োগ হবে ২৭০ টাকা

(ঘ) ব্যাংক
বিবরণী থেকে বিয়োগ হবে ২৭০ টাকা

Answer: ঘ

(52) মুদ্রা
স্ফীতির সময়ে কোন মজুদ পদ্ধতি সঠিক কার্যকার?

(ক) FIFO

(খ) LIFO

(গ) HIFO

(ঘ) Average
Cost

Answer: খ

(53) বাংলাদেশের
আর্থিক প্রতিবেদনের মান নির্ধারণ করে –

(ক) ICAB

(খ) ICMAB

(গ) BSEC

(ঘ) BIBM

Answer: ক

(54) নিট বিক্রয়
ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা। ক্রয়মূল্যের উপর মুনাফার
হার –

(ক) ১৬.৬৭%

(খ) ২০%

(গ) ২৫%

(ঘ) ৩০%

Answer: ক

(55) আলী কোম্পানির
৫০০ টাকার সাপ্লাইজ ক্রয় ভুলবশত সাপ্লাইজ ৫,০০০ টাকা ডেবিট ও নগদ ৫,০০০ টাকা ক্রেডিট
করা হলে কোনটি ঘটবে?

(ক) নগদ বেশি
এবং সাপ্লাইজ বেশি দেখানো হবে

(খ) নগদ কম
এবং সাপ্লাইজ কম দেখানো হবে

(গ) নগদ কম
এবং সাপ্লাইজ বেশি দেখানো হবে

(ঘ) নগদ বেশি
এবং সাপ্লাইজ কম দেখানো হবে

Answer: গ

(56) In
the Merchant of Venice, who is the protagonist?

(A)
Antonio (B) Shylock (C) Bassanio (D) Portia

Answer: A

(57) What
is the meaning of the phrase “A penny for your thoughts?”

(A) I will
pay you for your ideas.

(B) I have
a small amount of money to give.

(C) Give
me a penny for something valuable.

(D) I want
to know what you’re thinking.

Answer: D

(58) He
died _______ a road accident.

(A) of (B)
by (C) from (D) for

Answer: C

(59) His
father was informed _______ the matter.

(A) to (B)
into (C) about (D) of

Answer: C

(60) প্রকৃত
জাবেদা বই কোনগুলো?

(ক) সংশোধনী
জাবেদা, সমন্বয় জাবেদা

(খ) ক্রয় ফেরত
জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা

(গ) ক্রয় জাবেদা,
বিক্রয় জাবেদা

(ঘ) সমাপনী
জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা

Answer: গ

 

(61) পিটার
এফ ড্রাকার কোন ধরনের ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তক?

(ক) উদ্দেশ্যভিত্তিক
ব্যবস্থাপনা

 

(খ) অংশগ্রহণমূলক
ব্যবস্থাপনা

(গ) ব্যতিব্যস্ততাভিত্তিক
ব্যবস্থাপনা

(ঘ) অভিযোজনভিত্তিক
ব্যবস্থাপনা

Answer: ক

(62) পরিচালনাসংক্রান্ত
নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নের কোনটি গতানুগতিক কৌশল?

(ক) ব্যক্তিগত
পর্যবেক্ষণ

(খ) ব্রেক-ইভেন
বিশ্লেষণ

(গ) বাজেটারি
নিয়ন্ত্রণ

(ঘ) সবগুলো

Answer: ঘ

(63) প্রেষণার
”টু ফ্যাক্টর থিওরি” এর প্রবক্তা –

(ক) আব্রাহাম
মাসলো

(খ) ফ্রেডরিক
হার্জবার্গ

(গ) হেনরি ফেয়ল

(ঘ) এল ডব্লিউ
পোর্টার

Answer: খ

(64) নিয়ন্ত্রণ
প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ –

(ক) বিচ্যুতি
নির্ণয়

(খ) কার্যফল
পরিমাপ

(গ) আদর্শমান
নির্ধারণ

(ঘ) সংশোধনমূলক
ব্যবস্থা গ্রহণ

Answer: গ

(65) ফ্র্যাঞ্চাইজিং
কি?

(ক) একটি দেশে
অভ্যন্তরীণ ব্যবসায়

(খ) নির্দিষ্ট
ব্র্যান্ডের অধীনে ব্যবসায়

(গ) ব্যক্তিগত
মালিকানাধীন ব্যবসায়

(ঘ) শুধুমাত্র
সেবা খাতের ব্যবসায়

Answer: খ

(66) আর্থিক
নিয়ন্ত্রণের সাথে জড়িত –

(ক) নিয়ম ও
পদ্ধতি

(খ) দর ও শেয়ার
মূল্য

(গ) বিশ্বাস

(ঘ) প্রতিযোগিতা

Answer: ক

 

(67) উদ্দেশ্যভিত্তিক
ব্যবস্থাপনা হল –

(ক) লক্ষ্যমুখী

(খ) কর্মমুখী

(গ) বাজেটমুখী

(ঘ) সুযোগমুখী

Answer: ক

(68) নিচের
কোনটি ব্যবস্থাপকের তথ্যবহুল ভূমিকা নয়?

(ক) ডিসেমিনেটরের
ভূমিকা

(খ) মুখপাত্রের
ভূমিকা

(গ) মনিটরের
ভূমিকা

(ঘ) ব্যাঘাতকারী
নিয়ন্ত্রকের ভূমিকা

Answer: ঘ

 

[ঐচ্ছিক
বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উত্তর করতে হবে]

ঐচ্ছিক বিষয়
– মার্কেটিং (উৎপাদন ও বিপণন)

(69) প্রতিষ্ঠানের
জন্য ডিজাইন করে কে?

(ক) বিপণন বিভাগ

(খ) উৎপাদন
বিভাগ

(গ) প্রক্রিয়াজাতকরণ
বিভাগ

(ঘ) কারিগরি
বিভাগ

Answer: ঘ

(70) বিপণন
কার্যাবলীর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?

(ক) ক্রেতা
গবেষণা

(খ) পণ্য উন্নয়ন

(গ) কাঁচামাল
সংগ্রহ

(ঘ) মূল্য নির্ধারণ

Answer: গ

(71) যে উপাদানটি
উৎপাদন প্রক্রিয়ায় অর্থনৈতিক মূল্য তৈরি করে –

(ক) শ্রম

(খ) কাঁচামাল

(গ) উপকরণ

(ঘ) সম্পদ

Answer: ক

(72) ২/৮, নিট
২৫” – এটি কোন ধরনের বাট্টা?

(ক) পরিমাণ
বাট্টা

(খ) মৌসুমী
বাট্টা

(গ) নগদ বাট্টা

(ঘ) কারবারী
বাট্টার্

Answer: গ

(73) কোনটি
ভোগ্য পণ্য?

(ক) কাঁচামাল

(খ) খুচরা যন্ত্রাংশ

(গ) কাঁচা পাট

(ঘ) মনিহারি

Answer: ঘ

(74) ক্রেতাদের
জন্য বিপণন কি সৃষ্টি করে?

(ক) পণ্য

(খ) সেবা

(গ) ভ্যালু

(ঘ) খরচ

Answer: গ

(75) ভোক্তা
বাজারের প্রধান ক্রেতা কে?

(ক) ব্যক্তি

(খ) প্রতিষ্ঠান

(গ) সংস্থা

(ঘ) সরকার

Answer: ক

(76) পণ্য ডিজাইনের
সর্বশেষ ধাপ কোনটি?

(ক) ধারণার
উন্নয়ন

(খ) পরীক্ষামূলক
উৎপাদন

(গ) চূড়ান্ত
উৎপাদন

(ঘ) উদ্যোগ
গ্রহণ

Answer: গ

(77) জীবন বীমা
পলিসি কোন ধরনের পণ্য?

(ক) সুবিধা

(খ) শপিং

(গ) বিশিষ্ট

(ঘ) অযাচিত
পণ্য

Answer: ঘ

(78) বিজ্ঞাপনের
মাধ্যমে যে ধরনের যোগাযোগ সংঘটিত হয় –

(ক) বহুমুখী

(খ) একমুখী

(গ) মিশ্র

(ঘ) দ্বিমুখী

Answer: খ

(79) ভোক্তামুখী
বিক্রয় প্রসার কোনটি?

(ক) ক্রয় ভাতা

(খ) বোনাস প্রদান

(গ) নমুনা বিতরণ

(ঘ) গিফট

Answer: গ

(80) কোন পণ্যের
মূল্য বারবার পরিবর্তন হয়?

(ক) শিল্প পণ্যের

(খ) প্রস্তুত
পণ্যের

(গ) ভোগ্য পণ্যের

(ঘ) কৃষি পণ্যের

Answer: ঘ

ঐচ্ছিক বিষয়
– ফিন্যান্স, ব্যাংকিং, ও বীমা

(69) ঋণের সুদ
পরিশোধ করার অক্ষমতা থেকে _______ ঝুঁকি সৃষ্টি হয়।

(ক) আর্থিক

(খ) ব্যবসায়িক

(গ) সুদহার

(ঘ) বাজার

Answer: ক

(70) চাহিদামাত্র
পাওনা পরিশোধ করার ক্ষমতাকে বলে –

(ক) স্বল্পতার
নীতি

(খ) তারল্য
নীতি

(গ) সততার নীতি

(ঘ) সেবার নীতি

Answer: খ

(71) ব্যাংক
আমানত ২০,০০০ টাকা ও তারল্য হার ১৬% হলে, সর্বোচ্চ আমানত সৃষ্টি হতে পারে –

(ক) ৩২,০০০
টাকা

(খ) ২,১২,০০০
টাকা

(গ) ১,২৫,০০০
টাকা

(ঘ) ১২,৫০,০০০
টাকা

Answer: গ

(72) বিনিময়
হার 1=TK.120 থেকে 1=TK.115 হলে মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রা –

(ক) বাড়বে

(খ) কমবে

(গ) স্থিতিশীল
হবে

(ঘ) অপরিবর্তিত
থাকবে

Answer: খ

(73) মূলধনের
কোন উৎসের ব্যয় সবচেয়ে কম?

(ক) সাধারণ
শেয়ার মূলধন

(খ) অগ্রাধিকার
শেয়ার মূলধন

(গ) ঋণ মূলধন

(ঘ) সংরক্ষিত
আয়

Answer: গ

(74) CRR হিসেবে
_______ উপর ব্যাংক নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের জন্য জমা রাখতে হয় ।

(ক) আমানতের

(খ) আয়ের

(গ) সম্পদের

(ঘ) শুধুমাত্র
বিনিয়োগের

Answer: ক

(75) ঝুঁকিমুক্ত
আয় ৬%, বাজার আয় ৯%, ‘ক’ কোম্পানির ঝুঁকি (
β) ২ হলে, তার প্রত্যাশিত আয়ের হার কত?

(ক) ১৮%

(খ) ৯%

(গ) ১২%

(ঘ) ১৫%

Answer: গ

(76) Capital
Asset Pricing Model কি প্রকাশ করে?

(ক) লাভ-ক্ষতির
সম্পর্ক

(খ) ঝুঁকি ও
আয়ের সম্পর্ক

(গ) মূলধন ও
মূল্যের সম্পর্ক

(ঘ) বিনিয়োগ
ও মুনাফার সম্পর্ক

Answer: খ

(77) মূলধন
বাজেটিং-এর কোন কৌশলটি অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না?

(ক) NPV

(খ) PI

(গ) IRR

(ঘ) ARR

Answer: ঘ

(78) ব্যবস্থাপক
তার কর্মীদের জন্য একটি বীমা করলেন, তা

(ক) যৌথ

(খ) মেয়াদী

(গ) সাময়িক

(ঘ) গোষ্ঠী
বীমা

Answer :ঘ

(79) আগামপত্র
তৈরি করে কে

(ক) আমদানিকারক

(খ) রপ্তানিকারক

(গ) ব্যাংক

(ঘ) জাহাজ কর্তৃপক্ষ

Answer: খ

(80) ফ্যাক্টরিং-এর
বৈশিষ্ট্য হল –

(ক) সময়কাল
১৮০ দিন

(খ) প্রাপ্য
বিলের বিপরীতে দেওয়া হয়

(গ) নির্দিষ্ট
পরিমাণ অর্থ

(ঘ) সবগুলো

Answer: খ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *