Table of Contents
একনজরে বাংলাদেশ সেনাবাহিনী কোর্স ৯৪তম বিএমএ কোর্স
পদের নাম: ৯৪তম বিএমএ দীর্ঘ কোর্স
পদসংখ্যা: N/A
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন মাধ্যমিক
আবদনের সময়সীমা: ১৬/০৭/২০২৪ থেকে ০৮/০৮/২০২৪ বিকাল ৫টা পর্যন্ত
আবেদনের লিংক: https://join.army.mil.bd
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি
যোগ্যতা
১। বয়স ০১ জুলাই ২০২৫ তারিখে ১৬.৫ হতে ২১ বছর হতে হবে । সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীিদের ১৮-৩০ বছর হতে হবে ।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
ক্রমিক নং | শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|---|
ক | উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
খ | ওজন | ৫৪.০০ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৬.০০ কিলোগ্রাম (১০০ পাউন্ড) |
গ | বুক | স্বাভাবিক- ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) প্রসারণ ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) | স্বাভাবিক- ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ- ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) |
* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে । |
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)
ক) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোন একটি জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে ।
খ) ইংরেজী মাধ্যম: “ও” লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ”এ” গ্রেড ও ৩টিতে “বি” গ্রেড এবং “এ” লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ”বি” গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ।
অথবা
”ও” লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে “এ” গ্রেড, ৩টিতে “বি” গ্রেড ও ১টিতে “সি” গ্রেড এবং ”এ” ২টি বিষয়ের মধ্যে “এ” গ্রেড ও ১টিতে ”বি” গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ।
গ) ২০২৪ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন । এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ এবং “ও” লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে “এ” গ্রেড ও ৩টি তে “বি” গ্রেড/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
২। বৈবাহিক অবস্থা: অবিবাহিত
৩। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক
অযোগ্যতাঃ
৪। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ ।
৫। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দুবার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবদেন করতে পারবেন ।
৬। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত ।
৭। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত ।
৮। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি ।
৯। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন গ্রহণযোগ্যতা নয় । ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩(তিন) মাস অতিবাহিত হতে হবে ।
১০। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ।
অনলাইনে আবেদন পদ্ধতিঃ
১১। ১৬/০৭/২০২৪ তারিখ হতে ১৯ অক্টোম্বর ২০২৪ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে ।
১২। আবদেনকারী প্রার্থীদেরকে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে ।
১৩। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, Visa/Master card, TAP, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০ (এক হাজার) টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০ (দুই হাজার) টাকা (অফেরৎযোগ্য প্রদান করতে হবে । আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষনিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যাবে ।
১৪। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে (+৮৮০১৭১৩-১৬১৯৭৯) এবং ইমেইল: joinarmy.helpdesk@gmail.com এ যোগাযোগ করা যাবে ।
নির্বাচন পদ্ধতি:
১৫। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৭ অক্টোম্বর ২০২৪ তারিখ হতে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে । কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে ।
১৬। লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । লিখিত পরীক্ষা আগামী ১৫ নভেম্বর ২০২৪ (শুক্রবার) তারিখ ৯:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে । লিখিত পরীক্ষার তারিখ ফলাফল ডিসেম্বর ২০২৪ মাসের ১ম সপ্তাহে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।
আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে । পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসবি’র ওয়েবসাইট https://issb-bd.org এ প্রকাশ করা হবে । এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে ।
১৭। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
১৮। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান: স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে ।
বিএমএ প্রশিক্ষণ:
১৯। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ’তে ৩ ি(তিন) বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনাস্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন ।
প্রাপ্ত সুযোগ সুবিধা:
২০। বেতন/ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন । পরবর্তীতে কমিশন্ড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন ।
অন্যান্য বিশেষত্ব:
ক) বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন ।
খ) উচ্চতর শিক্ষা: ব্যক্তিগত ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনের সুযোগ পাবেন ।
গ) বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন ।
ঘ) চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরাগ্যে ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন ।
ঙ) সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাস (BUP) এ যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন ।
বিশেষ নির্দেশনা:
২১। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ’তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো ।
২২। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদৈরকে বিএমএ’তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো ।
২৩। ক্যাডেট কলেজ/ বিএনসিসিিএমসিএসকে এর ক্যাডেটদের স্ব স্ব কলেজ/ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে ।
২৪। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে ।
২৫। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে ।
Share this:
- Post
- Click to print (Opens in new window) Print
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Share on Tumblr
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on Mastodon (Opens in new window) Mastodon
- Click to share on Nextdoor (Opens in new window) Nextdoor
- Click to share on Bluesky (Opens in new window) Bluesky
Excellent way off telling, and good article to take facts on the topic of my presentation subject, which
i am goung to convey in university. https://Ternopil.Pp.ua/
Excellent way of telling, and good article to take facts on the topic of my presentation subject,
which i am going to convey in university. https://Ternopil.Pp.ua/
This article is packed with useful information and was a great read.
The website is also a fantastic resource for learning.